অপরাধের দায় নেবে না দল: ১৫ দিনের রিমান্ডে পাপিয়া

অস্ত্র ও মাদক আইনের মামলায় গ্রেপ্তার নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শামিমা নুর পাপিয়ার অপরাধ কর্মের দায় তার ব্যক্তিগত। পাপিয়ার এসব অপকর্মের দায় কোনো ভাবেই দল নেবে না বলে জানিয়েছেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অপু উকিল।

এদিকে সোমবার পাপিয়ার ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এরই মধ্যে পাপিয়ার নামে অবৈধ মুদ্রা ব্যবসা, জালিয়াতি, মাদক কারবার, অর্থ পাচারসহ একাধিক মামলা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন- পাপিয়ার স্বামী মফিজুর রহমান সুমন ওরফে সুমন চৌধুরী, সুমনের সহযোগী সাব্বির খন্দকার ও পাপিয়ার ব্যক্তিগত সহকারী শেখ তায়্যিবা।

জানা গেছে, গ্রেপ্তার শামিমা নুর পাপিয়াকে বহিষ্কারাদেশ সম্বলিত সংবাদ বিজ্ঞপ্তি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করে অপু উকিল লিখেছেন, এ সকল সমাজের কীটদের অপকর্মের দায় সংগঠন কোন ভাবেই নেবে না। দলের পক্ষ থেকে এ ধরণের অপরাধীদের কঠোর শাস্তি দাবি করছি।

এর আগে শনিবার দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে দেশত্যাগের সময় শামীমা নূর পাপিয়াকে তার চারজন সহযোগীসহ আটক করে র‌্যাব-১।

গ্রেপ্তারের পর রোববার বিকালে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১ অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্ণেল শাফী উল্লাহ বলেন, চাকরিপ্রত্যাশী নারীদের ফাঁদে ফেলে দেহ ব্যবসায় নিয়োজিত করতো পাপিয়া। এরপর নারীদের আপত্তিকর ভিডিও ধারণ করে তাদের ব্ল্যাকমেইল করা হত। এভাবে অল্প দিনেই শামিমা নুর পাপিয়া শত শত কোটি টাকার মালিক হয়েছেন।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, পুলিশের এসআই ও বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন পদে মানুষকে চাকরি দেয়ার কথা বলে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন শামিমা। এসব তথ্য আটক হওয়ার পর র‌্যাবকে জানিয়েছেন শামিমা ও তার স্বামী সুমন।

এছাড়া জমির দালালি, সিএনজি পাম্পের লাইসেন্স দেয়া, গ্যাসলাইন সংযোগের নামেও সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছেন এই প্রতারক চক্র।

লে. কর্ণেল শাফী উল্লাহ আরও জানান, পাপিয়ার তথ্যানুযায়ী রাজধানীর ফার্মগেটস্থ তার বাসায় অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য, বিপুল পরিমাণ অবৈধ অর্থ ও বিদেশী মুদ্রা উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের দাবি, পাপিয়া ও তার স্বামী সুমন চৌধুরীর নামে সরকারি বিভিন্ন দপ্তরে চাকরির প্রলোভনে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়ার প্রমাণ পাওয়া গেছে। এছাড়া নরসিংদী এলাকায় চাঁদাবাজি, মাদক ও অস্ত্র ব্যবসাসহ বিভিন্ন অপরাধের মাধ্যমে কোটি কোটি টাকা উপার্জনের তথ্যও র‌্যাবের হাতে এসেছে।

এদিকে হাইপ্রোফাইল ব্যক্তিদের সঙ্গে পাপিয়ার ছবি উঠানোর ব্যাপারে র‌্যাবের এই কর্মকর্তা বলেন, কারো সঙ্গে ছবি তুললেই অপরাধে সংশ্লিষ্টতা প্রমাণ হয়না। ছবি উঠানোর ব্যাপার এসব অপরাধের সঙ্গে প্রাসঙ্গিক নয়।

র‌্যাব আরও জানায়, যুবলীগ নেত্রী পাপিয়া পিউ নামেই বেশি পরিচিত। এই নেত্রীর প্রকাশ্য আয়ের উৎস হিসেবে রয়েছে গাড়ি বিক্রি ও সার্ভিসিংয়ের ব্যবসা। এর আড়ালে জাল মুদ্রা সরবরাহ, বিদেশে অর্থপাচার এবং অবৈধ অস্ত্র রাখাসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযোগের অনুসন্ধান করছিল র‌্যাবের একটি দল। বিষয়টি আঁচ করতে পেরে শনিবার সকালে তড়িঘড়ি করে দেশত্যাগের চেষ্টা করেন পাপিয়া। কিন্তু তার আগেই তিনি আটক হন।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
সুযোগ পেয়ে বার্সেলোনার তীব্র সমালোচনা করেন রিয়ালের প্রেসিডেন্ট Nov 23, 2025
img
ক্ষমতায় গেলে ইমাম ও মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার পরিকল্পনা আছে: তারেক রহমান Nov 23, 2025
img
নতুন প্রেমে বাঁধন, শিগগিরই আনবেন প্রকাশ্যে Nov 23, 2025
img
ফের রাজশাহীতে রেলপথ অবরোধ, বিপর্যয়ে ৬ ট্রেনের সিডিউল Nov 23, 2025
img
ভারতীয় নাগরিক সখিনার জামিন , কারামুক্তিতে বাধা নেই Nov 23, 2025
img
২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা ঢাকা মেডিকেল কলেজ Nov 23, 2025
img
চলতি মাসের প্রথম ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার Nov 23, 2025
img
ভুটানের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো গভীর হবে : রাষ্ট্রপতি Nov 23, 2025
img
আমার মনে হয়েছে, শেখ হাসিনার আরো প্রোপার ডিফেন্স দরকার : আইনজীবী পান্না Nov 23, 2025
img
আসুন আমরা সকলে মিলে শান্তির পথ খুঁজি: শাহরুখ Nov 23, 2025
img
শিশুকে স্বপ্ন দেখাতে হবে, স্বপ্ন শেখাতে হবে : শিক্ষা উপদেষ্টা Nov 23, 2025
img
সারা দেশকে লাল, হলুদ ও সবুজ জোনে ভাগ করা হবে : ইসি সচিব Nov 23, 2025
img
ক্ষমতার সিঁড়ি হিসেবে আলেমদের ব্যবহারের কোনো সুযোগ কাউকে দেওয়া যাবে না : রেজাউল করীম Nov 23, 2025
img
ভূমিকম্প আতঙ্কে হল ছাড়ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা Nov 23, 2025
img
স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে যাবেন বেগম খালেদা জিয়া Nov 23, 2025
img
জাফর ইকবাল স্যার তো গর্তে, আবদুল্লাহ আবু সায়ীদ স্যারকে খুঁজছি : মঞ্জুরুল আলম পান্না Nov 23, 2025
img
বড় ভূমিকম্প মোকাবিলা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্বেগ Nov 23, 2025
img
শাহাজাহান চৌধুরীর বক্তব্যে বিতর্ক, গ্রেপ্তারের দাবি বিএনপির Nov 23, 2025
জায়েদ খানের প্রত্যাখ্যানের শিকার হতে হয়েছিল মাহিয়া মাহিকে Nov 23, 2025
"সাকিব ভাই পোস্ট দিয়েছেন এটা ভালো লাগার বিষয়": তাইজুল Nov 23, 2025