ময়মনসিংহে ভাতিজাকে হত্যার দায়ে চাচার মৃত্যুদণ্ড

ময়মনসিংহে ভাতিজা মইন শাহকে হত্যার দায়ে চাচা নূরে আলমকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট ওয়াজেদুল ইসলাম এবং আসামি পক্ষে অ্যাডভোকেট বিশ্বনাথ পাল।

মামলা সূত্রে জানা গেছে, ময়মনসিংহ সদর উপজেলার মহজমপুর পূর্বপাড়া এলাকার নূরে আলম ও তার ভাই আশরাফুলের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। ২০১৬ সালের ৩০ অক্টোবর সকালে বাপ-দাদার কবর পাকাকরণ নিয়ে ভাতিজা মাহমুদ হাসান মঈন শাহ’র সঙ্গে চাচা নুরে আলমের বাগবিতণ্ডা হয়। দুপুরে মাহমুদ হাসান মঈন শাহ তার বাবা আশরাফুলকে ঢাকায় যাওয়ার জন্য বাসে তুলে দিয়ে বাড়ি ফেরার পথে চাচা নুরে আলম সদর উপজেলার মজমপুর নামক স্থানে মঈন শাহ’র বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের মা পারভিন আক্তার বাদী হয়ে নূরে আলমের বিরুদ্ধে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। সাক্ষ্য-শুনানি শেষে বুধবার আসামির উপস্থিতিতে অভিযুক্ত নূরে আলমকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন বিচারক।

 

টাইমস/এইচইউ

Share this news on: