আগামীর প্রজন্ম গড়তে শিক্ষকদের ভূমিকা বেশি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী প্রজন্মকে সঠিক ভাবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। জাতির পিতার এই কথাটা আমাদের মনে রাখতে হবে। শিক্ষার্থীরা যেন সঠিক শিক্ষাই পায় সে বিষয়টি আপনারা (শিক্ষক) মনে রাখবেন।

বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এসএসসি পর্যন্ত আলাদা আলাদা বিভাগ থাকার প্রয়োজন নেই। ক্লাস নাইন থেকে কোন বিভাগে যাবে সেটা ভাগ করে দেয়া হয়, যেটা অপ্রয়োজনীয়। এসএসসি পর্যন্ত সবাই এক সাবজেক্টেই পড়তে পারে। এসএসসি’র পরে বিভাগভিত্তিক বিভক্তি হতে পারে।

এসময় প্রধানমন্ত্রী শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আমাদের শিক্ষার্থীরা মেধাবী। প্রযুক্তিভিত্তিক শিক্ষার মাধ্যমে তারা যেন আরও মেধাবী হয়ে ওঠে সে ব্যাপারে খেয়াল রাখতে হবে। কারণ আজকের প্রজন্মই আগামীতে দেশ পরিচালনা করবে।

এসময় তিনি পদকপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার মানোন্নয়নে যা যা প্রয়োজন, সরকার তার সব কিছুই করতে সচেষ্ট।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: