বরিশাল ও খুলনায় করোনা ইউনিটে তিনজনের মৃত্যু

বরিশাল ও খুলনায় করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার মধ্যরাত থেকে রোববার সকালের মধ্যে তাদের মৃত্যু হয়।

এর মধ্যে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দুই ব্যক্তি মারা গেছেন। অন্যদিকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে পর্যবেক্ষণে থাকা ৭০ বছর বয়সী একজন রোগী মারা গেছেন।

বরিশাল শের-ই বাংলা মেডিকেলের পরিচালক বাকির হোসেন বলেন, শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে ৪০ বছর বয়সী এক ব্যক্তিকে করোনা ইউনিটে ভর্তি করা হয়। তিনি জ্বর, সর্দি-কাশি ও বুকে ব্যথায় ভুগছিলেন। রোববার সাড়ে ৭টার দিকে তিনি মারা যান। এই রোগীর অসুস্থতার ধরন দেখে মনে হয়েছে তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। তিনি পটুয়াখালী সদর উপজেলার বহালগাঠিয়া গ্রামের বাসিন্দা।

তিনি বলেন, লাশের দাফন ও পরীক্ষার বিষয়ে আইইডিসিআর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সেখান থেকে যে নির্দেশনা আসবে সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া শনিবার রাত ১২টার দিকে এই মেডিকেল হাসপাতালে ৪৫ বছর বয়সী এক নারী মারা গেছেন। বরিশাল শহরের কাউনিয়া পুরানপাড়া এলাকার বাসিন্দা ছিলেন এই নারী।

মেডিকেলের পরিচালক বাকির হোসেন বলেন, এই নারী আগে থেকেই ডায়াবেটিস ও উচ্চরক্তচাপে ভুগছিলেন। কয়েক দিন আগে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বরিশাল সদর হাসপাতালে চার দিন চিকিৎসা নেন। বৃহস্পতিবার তিনি বাড়ি ফিরে যান। শুক্রবার থেকে হালকা কাশি ও শ্বাসকষ্ট শুরু হলে শনিবার রাত পৌনে ১২টার দিকে তাকে মেডিকেলে আনা হয়। রোগীর স্বজনদের কাছে উপসর্গের ইতিহাস শুনে তাকে হাসপাতালের করোনা ইউনিটে পাঠানো হচ্ছিল। কিন্তু করোনা ইউনিটে নেওয়ার পথেই তিনি মারা যান। পরে তাকে করোনাভাইরাসে আক্রান্ত নন মনে করে রাতেই লাশ স্বজনদের দিয়ে দেওয়া হয়েছে।

অন্যদিকে খুলনার সিভিল সার্জন সুজাত আহমেদ জানিয়েছেন, নড়াইলের কালিয়া উপজেলার ৭০ বছর বয়সী এক ব্যক্তিকে শনিবার দুপুর সোয়া ১২টার দিকে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। রোববার সকাল সোয়া নয়টার দিকে তিনি মারা যান। মারা যাওয়া ব্যক্তি পুরাতন যক্ষ্মা রোগী। বারবার কাশি হওয়ায় সাবধানতার জন্য করোনা আইসোলেশন ইউনিটে তাকে রাখা হয়েছিল।

তিনি আরও বলেন, বিষয়টি জানিয়ে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সঙ্গে চিকিৎসকেরা যোগাযোগ করেছিলেন। সেখান থেকে জানানো হয়, তার নমুনা পরীক্ষার প্রয়োজন নেই। সে কারণে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
৯ মে পর্যন্ত বন্ধ চুয়েট, খোলা থাকবে হল Apr 26, 2024
img
প্রথমবার এশিয়া কাপে আম্পায়ারিং করবেন বাংলাদেশের জেসি Apr 26, 2024
img
গাজায় ধ্বংসস্তূপ পরিষ্কারে লাগতে পারে ১৪ বছর : জাতিসংঘ Apr 26, 2024
img
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী Apr 26, 2024
img
চলমান তাপপ্রবাহ রেকর্ড ভেঙেছে ৭৬ বছরের Apr 26, 2024
img
অলসতা কাটিয়ে সকালে ঘুম থেকে উঠতে করণীয় Apr 26, 2024
img
বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী Apr 26, 2024
img
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৭ ডিগ্রি Apr 26, 2024
img
সেন্সর বোর্ডে আটকে গেল রায়হান রাফীর নতুন সিনেমা ‘অমীমাংসিত’ Apr 26, 2024
img
বাংলাদেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে অথচ বিরোধী দল দেখে না: কাদের Apr 26, 2024