যেখানে করোনা আক্রান্ত বেশি, সেই অঞ্চল লকডাউন: প্রধানমন্ত্রী

দেশের যেসব অঞ্চলে করোনা আক্রান্ত রোগী বেশি, সেসব অঞ্চল লকডাউন করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া লঘু অপরাধে দীর্ঘদিন কারাভোগ করা আসামিদের মুক্তির ব্যাপারে নীতিমালা করার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। হত্যা, ধর্ষণ ও এসিড নিক্ষেপসহ অন্যান্য গুরুত্বর অপরাধে দণ্ডিতরা এ নীতিমালার সুবিধা পাবেন না।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এক অনানুষ্ঠানিক আলোচনায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, দেশের বিভিন্ন রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) মাস্ক ও পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) প্রস্তুতকারী কারখানাগুলো চালু রেখে বাকি কারখানা বন্ধ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

 

টাইমস/এসএন/এইচইউ

 

Share this news on: