মাত্র ১৫ ঘণ্টার ব্যবধানে বাকৃবির আরেক ছাত্রের মৃত্যু

মাত্র ১৫ ঘণ্টর ব্যবধানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আরেক ছাত্রের মৃত্যু হয়েছে। মাৎস্যবিজ্ঞান অনুষদে অধ্যয়নরত দ্বিতীয় বর্ষের আবদুল্লাহ ফাইয়াজ রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে মারা যান।

এর আগে মাকে বাঁচাতে গিয়ে একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র আল-আমিন ইসলাম মিথুন মারা যান বিদ্যুৎস্পৃষ্টে। মানিকগঞ্জে রোববার সকাল ১০ টায় বোনের বাসায় তিনি মারা যান।

এদিকে একই দিন রাতে মারা যান একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুল্লাহ ফাইয়াজ। ফাইয়াজ বাকৃবির বঙ্গবন্ধু শেখ মুজিব হলের আবাসিক ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার সদর উপজেলায়।

ওই ছাত্রের বাবা আখতারুল হক মুঠোফোনে জানান, কিছুদিন যাবৎ ডায়রিয়া জনিত রোগে ভূগছিল আমার ছেলে। রোববার দিবাগত রাত ৩টার দিকে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার উদ্দেশ্যে রওনা করা হয় এবং ল্যাবএইড হাসপাতালে ভর্তি করানো হয়। এর প্রায় আধাঘণ্টা পরেই ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

 

টাইমস/জেকে

Share this news on: