ছাত্র অধিকার পরিষদের সাবেক আহবায়ক মামুন নিখোঁজ!

ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সাবেক আহবায়ক হাসান আল মামুনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সংগঠনটির নেতাকর্মীরা এমনটাই দাবি করেছেন। হাসান আল মামুনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছে একই বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। মামলায় ডাকসু সাবেক ভিপি নুরুল হক নুরসহ ৬ জনকে আসামি করা হয়েছে।

এদিকে সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন ৭২ ঘণ্টা বাড়িয়েও নির্ধারিত সময়ে জমা দেয়া সম্ভব হয়নি। মামলার প্রধান অভিযুক্তর সঙ্গে যোগাযোগ করতে না পারায় সোমবার সন্ধ্যায় তদন্ত জমা দেয়া যায়নি বলে জানিয়েছেন কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা।

ইয়ামিন মোল্লা বলেন, এ ঘটনায় প্রধান অভিযুক্ত সংগঠনের সাবেক আহবায়ক হাসান আল মামুন ছাড়া সকলের সঙ্গে আমরা কথা বলেছি। মামুনের সঙ্গে আমরা কোনভাবেই যোগাযোগ করতে পারিনি। এছাড়া তাকে কোথাও খুঁজেও পাওয়া যাচ্ছে না। এজন্য তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা থাকলেও দিতে পারছি না।

ইয়ামিন আরও বলেন, আমরা অভিযোগকারী ছাত্রীর সঙ্গেও কথা বলেছি। আমরা তাকে জিজ্ঞেস করেছি তার আর কোন অভিযোগ আছে কিনা? তিনি আমাদেরকে তার দেয়া থানার অভিযোগের ভিত্তিতে তদন্ত করতে বলেছেন। আমরা সকল প্রস্তুতি শেষ করে আগামীকাল মঙ্গলবারের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেব।

উল্লেখ্য, ধর্ষণের অভিযোগ উঠার পর মূল আসামি মামুনকে সংগঠন থেকে সাময়িকভাবে অব্যাহতি দিয়ে বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে অভিযোগের সত্যতা যাচাইয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছিল ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। ৪৮ ঘণ্টা সময় নিয়ে তদন্ত প্রতিবেদন গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার মধ্যে দেয়ার কথা থাকলেও ৭২ ঘণ্টা সময় বাড়িয়ে সোমবার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা ছিল।

এর আগে নুর-মামুনসহ ছয়জনের বিরুদ্ধে গত ২১ সেপ্টেম্বর রাজধানীর কোতোয়ালী থানায় একটি করা হয়। তার আগে গত ২০ সেপ্টেম্বর বিয়ের প্রলোভনে ধর্ষণ, সহায়তা ও হুমকির অভিযোগে তাদের বিরুদ্ধে লালবাগ থানায় প্রথম মামলাটি করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ইসলামিক স্টাডিজ পড়ুয়া এক ছাত্রী ওই মামলা করেন। তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রী। লালবাগ থানার মামলার বর্ণনায় ওই ছাত্রী হাসান আল মামুনের সঙ্গে প্রেম ও প্রণয়ের কথা জানিয়ে বিয়ে নিয়ে টালবাহানার অভিযোগ তুলেছেন।

এ মামলার অন্য আসামিরা হলেন- ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক নাজমুল হাসান, মো. সাইফুল ইসলাম, মো. নাজমুল হুদা ও মো. আবদুল্লাহ হিল বাকী। একই তরুণীর করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার মূল আসামি পরিষদের যুগ্ম আহবায়ক নাজমুল হাসান। আর তিন নম্বর আসামি নুরুল হক নুর। বাকিরা হলেন আহবায়ক হাসান আল মামুন, যুগ্ম আহবায়ক মো. সাইফুল ইসলাম, মো. নাজমুল হুদা ও মো. আবদুল্লাহ হিল বাকী।

 

টাইমস/জেকে

Share this news on:

সর্বশেষ

ঘুম থেকে উঠে নবীজি যে আমল করতেন | ইসলামিক টিপস Oct 18, 2025
'আজকে বাংলাদেশকে মুক্ত করেছে আসিফ মাহমুদরা' Oct 18, 2025
img
খুলনায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর Oct 18, 2025
ছন্দে ছন্দে তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবি রাবি শিক্ষার্থীদের Oct 18, 2025
যে কারণে সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে বললেন নাহিদ Oct 18, 2025
টিকিট বুকিংয়ে আবারও প্রতারণা Oct 18, 2025
img
সিলেটে রিয়াদ ফেরত একটি ফ্লাইটের জরুরি অবতরণ Oct 18, 2025
img
আগুন লাগার ঘটনাকে বিচ্ছিন্ন হিসেবে দেখি না: সারজিস Oct 18, 2025
img
জুলাই সনদে স্বাক্ষর না করে ইতিহাস গড়ল এনসিপি : রনি Oct 18, 2025
সয়াবিন তেলে ২০ গুণ বেশি মার্কারি! Oct 18, 2025
শাপলা এবং শাপলাই হবে এনসিপির মার্কা: নাহিদ Oct 18, 2025
জুলাই যোদ্ধাদের উদ্দেশ্যে যা বলছেন বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক Oct 18, 2025
'আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী গতকাল বিশৃঙ্খলা করেছে' Oct 18, 2025
কেন সনদে স্বাক্ষর করেনি এনসিপি? জানালেন নাহিদ Oct 18, 2025
img
গিলের কাছে নেতৃত্ব হারানোর ভয় সূর্যকুমারের Oct 18, 2025
আলোচিত ৭০ নং অনুচ্ছেদে একমত দলগুলো! Oct 18, 2025
img
শাহজালাল বিমানবন্দরের আগুনের পরিস্থিতি পর্যবেক্ষণে ফায়ার সার্ভিসের ডিজি Oct 18, 2025
ছাত্রদল প্যানেলের বিজয়ী ক্রীড়া সম্পাদক বললেন, রাকসু নির্বাচন হয়েছে সুষ্ঠু ও উৎসবমুখর Oct 18, 2025
জুলাই সনদে স্বাক্ষর না করার কারণ জানালেন সারোয়ার তুষার Oct 18, 2025
জুলাই সনদে স্বাক্ষর না করার কারণ জানালেন সারোয়ার তুষার Oct 18, 2025