চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে ফেসবুকে হত্যার হুমকি : থানায় জিডি

ফেসবুক মেসেঞ্জারে হত্যা এবং হিন্দু সম্প্রদায়কে নিশ্চিহ্ন করে দেয়ার হুমকির ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

রোববার (১৮ অক্টোবর) চট্টগ্রামের হাটহাজারী মডেল থানায় জিডি করেন তিনি।

জিডিতে ওই শিক্ষক উল্লেখ করেছেন, ১৬ অক্টোবর (শুক্রবার) রাত ৯টা ৪৩ মিনিটে  তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে Syed Shahzad নামের একটি আইডি থেকে ক্ষুদে বার্তা ও অডিও মেসেজের মাধ্যমে হত্যার হুমকি দেয়া হয়েছে। এছাড়া ওই ফেসবুক আইডি থেকে শিক্ষক কুশল বরণকে অশ্রাব্য গালাগাল দেয়া হয়েছে।

জিডিতে আরও বলা হয়েছে, ফেসবুক ম্যাসেঞ্জার ব্যবহার করে হুমকিদাতা সকল হিন্দু সম্প্রদায়ের সবাইকে ব্রাশ ফায়ারে হত্যার হুমকি দেয়।

এ বিষয়ে কুশল বরণ চক্রবর্তী বলেন, ‘আমাকে হুমকি দেয়া হয়েছে। এটা আমার জন্য দু:খজনক। আমি মূলত সংখ্যালঘু নিয়ে কিছু লেখালেখি করি। আমাকে বলেছে সংখ্যালঘু নিয়ে কোন কথা লিখবি না। আর কিছুদিন আগে আমার নামে ফেইক পেইজ খুলে আসাদ নুরের পোস্ট শেয়ার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছিল। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

 

টাইমস/নওশাদ/এনজে

Share this news on: