সংক্ষিপ্ত সিলেবাসে আগামী বছরের এসএসসি-এইচএসসি পরীক্ষা

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, আগামী বছর যারা এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেবে, তাদের জন্য তিন মাসের একটি সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হয়েছে। ওই সিলেবাসের আলোকে তাদের পরীক্ষা হবে।

বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

করোনা প্রাদুর্ভাবের কারণে আগামী বছরের এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষা নির্ধারিত সময়ে নেয়া সম্ভব হবে না উল্লেখ করে ডা. দীপু মনি আরও বলেন, তিন মাসের সংক্ষিপ্ত সিলেবাস শেষ করতে যদি দু-একমাস সময় বেশি লাগতে পারে। তারপরও আমরা তিন মাসের মধ্যে সিলেবাস শেষ করার টার্গেট নিয়ে কাজ করতে চাই। সংক্ষিপ্ত সিলেবাসে ক্লাস করানোর কারণে হয়তো পরীক্ষা দু-একমাস পিছিয়ে যেতে পারে।

 

টাইমস/এসএন

Share this news on: