ভারতের পাঠানো ভ্যাকসিন ঢাকায়, প্রয়োগ শুরু ৮ ফেব্রুয়ারি

ভারতের দেয়া ২০ লাখ ডোজ করোনার টিকা বাংলাদেশে এসে পৌঁছেছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বেলা ১১টার দিকে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে করোনার ভ্যাকসিনের প্রথম চালান।

দুপুরে ঢাকার রমনায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশকে এই টিকা হস্তান্তর করেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। যা গ্রহণ করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

এসময় পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন বলেন, সেরামের তৈরি অক্সফোর্ডের এই ২০ লাখ ডোজ টিকা প্রতিবেশীর জন্য উপহার হিসেবে পাঠিয়েছে ভারত সরকার। এই উপহার বাংলাদেশ ও ভারতের বন্ধুত্ব আরও দৃঢ় করবে। পর্যায়ক্রমে দেশের চাহিদা অনুযায়ী টিকা আমদানি করা হবে|

এদিকে অপর এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, ৮ ফেব্রুয়ারি থেকে করোনার টিকাদান কর্মসূচি শুরু হবে। বেলা পৌনে ১২ দিকে আজিমপুরে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট) ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

এসময় করোনা টিকা নিয়ে গুজবে কান না দিতে সবাইকে আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী । তিনি বলেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে যেমন সরকার সফল হয়েছে,তেমনি ভ্যাকসিন প্রয়োগেও সফল হবে।

এর আগে বুধবার (২০ জানুয়ারি)দুপুরে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন স্বাস্থ্যসচিব মো. আবদুল মান্নান জানান, চলতি মাসেই কুর্মিটোলায় হাসপাতালে ফ্রন্টলাইনারসহ ২৫ জনকে দিয়েই শুরু হবে কার্যক্রম। পরদিন তিনটি হাসপাতালে থেকে আরও চার থেকে ৫০০ জনকে দেওয়া হবে। এদের কয়েক দিন নজরদারিতে রেখে শুরু হবে মূল কার্যক্রম।

প্রথম মাসে ৬০ লাখ ডোজ দ্বিতীয় মাসে ৫০ লাখ আবার তৃতীয় মাসে প্রথম মাসের প্রথমবারে যারা নিয়েছেন সেই ৬০ লাখ পাবেন দ্বিতীয় ডোজ। সরকারি হাপাতালের বাইরে ভ্যাকসিন দেওয়া হবে না। অ্যাপ ছাড়া ভ্যাকসিনেশনের আওতায় আসা সম্ভব না।

 

টাইমস/এসজে/এসএন

 

Share this news on:

সর্বশেষ

img
বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৬০০ মিটার দৌড় : দুই তারকা ক্রিকেটারসহ অনুপস্থিত পাঁচ Apr 20, 2024
img
তীব্র তাপদাহে পুড়ছে দেশ, যশোরে রেকর্ড তাপমাত্রা ৪২ দশমিক ৬ ডিগ্রি Apr 20, 2024
img
লেবুপানি খাবেন যে কারণে Apr 20, 2024
img
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২.৩, হিট স্ট্রোকে একজনের মৃত্যু Apr 20, 2024
img
সর্বোচ্চ বাড়িয়ে কমল স্বর্ণের দাম Apr 20, 2024
img
উপজেলা নির্বাচনকালে আ.লীগের সব রকম কমিটি গঠন ও সম্মেলন বন্ধ : কাদের Apr 20, 2024
img
যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন : ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০৭ Apr 20, 2024
img
পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ২৭ বস্তা টাকা Apr 20, 2024
img
মালয়েশিয়ায় শোষণের শিকার বাংলাদেশি শ্রমিকরা : জাতিসংঘ Apr 20, 2024
img
শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক ডিপজল Apr 20, 2024