ডেপুটি অ্যাটর্নি জেনারেল দেবাশীষ ভট্টাচার্যের পদত্যাগ

সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল দেবাশীষ ভট্টাচার্য পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন এই আইনজীবী।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকেলে দেবাশীষ ভট্টাচার্য নিজেই এ তথ্য জানান। বুধবার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

এর আগে চলতি বছরেই দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মমতাজ উদ্দিন ফকির পদত্যাগ করেছিলেন। দেবাশীষ ভট্টাচার্য ২০১৯ সালের ২১ জুলাই ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। ওইসময় দেবাশীষ ভট্টাচার্যসহ ৭০ জনকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় থেকে তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

 

টাইমস/এসজে/এসএন

Share this news on: