নরসিংদীর শিবপুরে মদিনা জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের ৯টি গাড়ি কাজ করছে।
জানা গেছে, রোববার সন্ধ্যা ৬টার দিকে মদিনা জুট মিলের পাটের গোডাউনে আগুন লাগলে তা মুহূর্তের মধ্যে পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে।
নরসিংদী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম ভূঁইয়া জানান, আগুন লাগার খবর পেয়ে নরসিংদী সদর, শিবপুর, মাদবদী, পলাশ, ঘোড়াশাল ফায়ার সার্ভিসের ৯টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
তবে আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
এ রিপোর্ট লেখা সময় রাত ১০ টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এসেছে কিনা জানা যায়নি।
টাইমস/এমএএইচ/এক্স