 
            খাগড়াছড়ি সদর উপজেলার খবংপুড়িয়া গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সাতজন দগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে খবংপুড়িয়া গ্রামের ইয়ংস্টার ক্লাবের সামনের দোকানে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন ভুবন বিকাশ চাকমা (৫০), আবদুল হামিদ (২৩), মো. জমির (২২), মাহমুদ উল্লাহ, নিউটন চাকমা, মহিরঞ্জন চাকমা ও তাঁর স্ত্রী মিনতি চাকমা।
এলাকাবাসী জানায়, জেলা সদরের খবংপুড়িয়া গ্রামের ইয়ংস্টার ক্লাবের সামনে ক্যান্টন এন্টারপ্রাইজের মালিকানাধীন গ্যাস সিলিন্ডার রাখার গুদামে আকস্মিক বিস্ফোরণ ঘটে। এতে পাশের মুদি দোকানে ঘুমিয়ে থাকা স্বামী-স্ত্রীসহ সাতজন দ্গ্ধ হন। বিস্ফোরণের ঘটনায় দোকানঘরের দেয়াল ভেঙে যায়। ইয়ংস্টার ক্লাবের একাংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন এসে আগুন নেভান। ঘটনার পরই দ্গ্ধদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের আবাসিক চিকিৎসক নয়নময় ত্রিপুরা জানান, সিলিন্ডার বিস্ফোরণে আহত ৭ জন ব্যক্তিদের মধ্যে চার জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের এই হাসপাতালে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবদুল কাদের জানান, ভোর সাড়ে ৪টার দিকে আমরা একটি অগ্নিকাণ্ডের খবর পাই। দ্রুত ঘটনাস্থলে যাই। ২০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। সিলিন্ডার বিস্ফোরণে দোকানঘরের চারপাশের দেয়াল ভেঙে গেছে।
খাগড়াছড়ি সদর থানার উপপরিদর্শক মো. সানোয়ার হোসেন জানান, বিস্ফোরণের কারণ হলো গুদামে রাখা গ্যাস সিলিন্ডার লিক ছিল। যার কারণে সিলিন্ডার বিস্ফোরিত হয়। এই ঘটনায় সিলিন্ডার গুদামের মালিক পলাতক। তবে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
টাইমস/এসআর/এইচইউ