শাবিতে দুই দিনব্যাপী আবৃত্তি কর্মশালা  

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দুই দিনব্যাপী ‘আবৃত্তি কর্মশালা’ শুর হবে শুক্রবার। বিশ্ববিদ্যালয়ের একমাত্র আবৃত্তি সংগঠন মাভৈঃ আবৃত্তি সংসদের আয়োজনে অনুষ্ঠিত হবে কর্মশালাটি।

সংগঠনটির সভাপতি জুবায়ের মাহমুদ ও সাধারণ সম্পাদক নবনীতা কর্মকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৮ ও ৯ মার্চ ‘মাভৈঃ আবৃত্তি কর্মশালা’ ২০১৯ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাভবন ‘এ’ এর ১২৯ নং কক্ষে অনুষ্ঠিত হবে। শুক্রবার বিকাল তিনটায় শুরু হবে কর্মশালাটি। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাহতাব সুমন, সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ তমাল, সিলেটের শিশু একাডেমী ও জেলা শিল্পকলা একাডেমীর প্রশিক্ষক এবং চারুবাক এর পরিচালক জ্যোতি ভট্টাচার্য, মাভৈঃ আবৃত্তি সংসদের সাবেক সদস্য ও সিলেট মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক তাসনুভা তাবাসসুম তৃষা প্রমুখ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, কর্মশালায় শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। এই কর্মশালায় বিভিন্ন আবৃত্তির বিষয় নিয়ে আলোচনা করা হবে। কর্মশালা শেষে প্রত্যেককে সনদপত্র প্রদান করা হবে।

 

টাইমস/এসআর/এইচইউ

Share this news on: