চট্টগ্রামে ‘শপিং ব্যাগ’ সুপার শপে আগুন

চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি এলাকার একটি সুপার শপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার ভোর ৬টার দিকে মহানগরীর কাজির দেউরি এলাকার ‘শপিং ব্যাগ’ নামে ওই সুপার শপের ৩ তলায় আগুন লাগার ঘটনাটি ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কোতোয়ালি থানার এসআই রুবেল বড়ুয়া জানান, ভোর ৬টার দিকে মহানগরীর কাজির দেউরি এলাকায় ‘শপিং ব্যাগ’ নামে তিন তলা ওই মলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি জানান, বহুতল সুপার শপটিতে ভোরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে চন্দনপুরা, নন্দনকানন, আগ্রাবাদ ও কালুরঘাট ফায়ার স্টেশনের ৬টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, বহুতল সুপার শপটির এসির ডার্ক রুমে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিক তদন্তে আমরা জেনেছি। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ের কাজ চলছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: