শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নতুন কোষাধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম দিপু।
বৃহস্পতিবার দুপুরে নিয়োগের বিষয়টি নিশ্চত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
উপাচার্য জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য আব্দুল হামিদ বিশ্বদ্যিালয়ের কোষাধ্যক্ষ হিসেবে অধ্যাপক ড. আনোয়ারুল ইসলামকে নিয়োগ দিয়েছেন। তিনি বৃহস্পতিবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে নিজ কর্মস্থলে যোগদানের কথা রয়েছে।
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয় আচার্য এডভোকেট আব্দুল হামিদ শাবিপ্রবির গণিত বিভাগের অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম দিপু কে শাবিপ্রবির কোষাধ্যক্ষ পদে নিয়োগ দিয়েছেন।
অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম বলেন, আমি এ বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন থেকেই দায়িত্ব পালন করে আসছি। শিক্ষকতা জীবনেও বিশ্ববিদ্যালয়ের নানান কমিটিতে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে কাজ করেছি। সবার কাছে দোয়া চাচ্ছি যেন আমি আমার দায়িত্ব অত্যন্ত সততার সাথে পালন করে যেতে পারি।
টাইমস/এইচইউ