উদ্বোধনী দিনে ‘বনলতা এক্সপ্রেসে’ ভ্রমণ ফ্রি

ঢাকা-রাজশাহী রুটে বিরতিহীন ট্রেন সার্ভিস ‘বনলতা এক্সপ্রেস’ চালুর প্রথম দিন বিনা পয়সায় ভ্রমণ করা যাবে। ২৫ এপ্রিল ট্রেনটি রাজশাহী থেকে উদ্বোধন করা হবে। এরপর ২৭ এপ্রিল থেকে ট্রেনটি নিয়মিত ঢাকা-রাজশাহী রুটে বিরতিহীনভাবে চলবে।

বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ছয়টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে রেলের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে এক রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

এ সময় রেলমন্ত্রী জানান, ঈদ উপলক্ষে রাজধানীর ৬টি স্থান থেকে ট্রেনের টিকেট বিক্রি হবে। আর আগামী ২৮ এপ্রিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রেলের টিকিট কাটার নতুন অ্যাপস উদ্বোধন করা হবে।

মন্ত্রী আরো জানান, ঈদের আগেই ঢাকা-পঞ্চগড় রুটে কম বিরতি দিয়ে একটি নতুন ট্রেন চালু করা হবে। আর ঈদের পর ঢাকা বেনাপোল রোডে আরেকটি ননস্টপ ট্রেন চালু করা হবে।

 

 

টাইমস/এসআই/এসআই

Share this news on: