কেমিক্যালে আম পাকানো: রাজশাহীতে ৬ জনকে দণ্ড

রাজশাহীর পুঠিয়ায় নিষিদ্ধ কেমিক্যাল ব্যবহার করে আম পাকানোর অভিযোগে ৬ আম ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৭০ মন আম জব্দ করে ধ্বংস করা হয়।

সোমবার উপজেলার সরিষাবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওলিউজ্জামান।

এ সময় অপরিপক্ক ৭০ ক্যারেট (প্রায় ৩০ মন) লক্ষণভোগ আম জব্দ করা হয় এবং অপরিপক্ক আম প্রক্রিয়াকরণে নিয়োজিত ৬ জনকে বাংলাদেশ দণ্ডবিধি এর ১৮৬০ ধারা মোতাবেক ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

রাজশাহী জেলা প্রশাসন ২৫ মে ২০১৯ থেকে লক্ষণভোগ আম বাজারজাত করার সময় বেধে দেয়া হয়েছে। সকলকে জেলা প্রশাসন এর নির্ধারিত সময়ের পূর্বে সংশ্লিষ্ট জাতের আম আহরণ ও বাজারজাত করণ থেকে বিরত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: