তফসিল ঘোষণার পর প্রচারণায় সরব ছাত্রলীগ

তফসিল ঘোষণার পর থেকেই নৌকা প্রতীকে প্রচারণায় নেমেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আনন্দ মিছিলসহ নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করছেন তারা। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নৌকা প্রতীকে ভোট প্রার্থনায় সবর হয়ে উঠেছেন। কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল নেতাকর্মীরা নিজের ফেসবুক আইডিতে ‘২৩ তারিখ সারাদিন, নৌকা মার্কায় ভোট দিন’ এমন স্লোগানে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। 
 
বৃহস্পতিবার সন্ধ্যায় একাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। ওই তফসিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর (রোববার) জাতীয় সংসদ সদস্য নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২২ নভেম্বর। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর। এমন ঘোষণার পরই বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী তার ফেসবুক আইডি থেকে একটি ব্যানার পোস্ট করেন। 
 
যাতে লেখা রয়েছে, ‘আমার মার্কা নৌকা’, ‘২৩ তারিখ সারাদিন, নৌকা মার্কায় ভোট দিন’। এছাড়াও নির্বাচনের তারিখ, মনোনয়ন জমা দেয়ার শেষ তারিখ, প্রত্যাহারের তারিখ উল্লেখ রয়েছে।
 
সংগঠনের শীর্ষ নেতার এমন পোস্টের পর তৃণমূল নেতাকর্মীরাও নিজের আইডিতে সেই পোস্ট শেয়ার করেছেন। শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত ওই পোস্টে লাইক দিয়েছেন ৬ হাজার ৩০০ জন। কমেন্ট করেছেন ৯৪১ জন এবং পোস্টটি শেয়ার করেছেন ৫৮১ জন নেতাকর্মী।
 
কামাল খান নামের একজন তার কমেন্টে লিখেছেন, ‘Golam Rabbani ভাই, হাতে সময় ৪৫ দিন। দেশরত্ন শেখ হাসিনার দূরদর্শিতা ও সকল উন্নয়নের চিত্র জনগণের সামনে সচিত্র তুলে ধরতে এবং সাংগঠনিকভাবে ছাত্রলীগের অগ্রণী ভুমিকা রাখতে সারা দেশে আপনার নেতৃত্বে অবিলম্বে কেন্দ্রীয় নির্বাচনী টিম গঠন করা উচিত। তৃণমূলের সাথে সমন্বয় করতে কেন্দ্রীয় নেতাদের দিয়ে আসনভিত্তিক টিম গঠনও জরুরি। ইউনিটভিত্তিক সন্ত্রাস প্রতিরোধ কমিটিও করা যায়। ২০১৩ সালের নির্বাচনী অভিজ্ঞ ছাত্রলীগ নেতা কর্মীদের নিয়ে দ্রুত নির্বাচনী মাঠ গুছানো উচিত।’
 
বিথী আক্তার নামের একজন নির্বাচনে তারিখ, মনোনয়নপত্র দাখিল, বাছাই, প্রার্থিতা প্রত্যাহার, ভোট কেন্দ্রসহ নানা তথ্য তুলে ধরেছেন। 
 
মুশফিকুল ইসলাম নামের একজন লিখেছেন, ‘২৩ ডিসেম্বরের সারাদিন উন্নয়ন ও সফলতার একমাত্র মার্কা নৌকায় ভোট দিন। শেখ হাসিনার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন। ছাত্রলীগের সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন। আপনার আমার মার্কা, নৌকা মার্কা। উন্নয়ন বহিতে থাক, নৌকা মার্কা জিতেই যাক। আপনার একমাত্র ভোটটি আস্থা ও ভালোবাসার প্রতীক নৌকা মার্কায় দিন।’
 
এ ব্যাপারে সদ্য সাবেক সিলেট মহানগর ছাত্রলীগ সভাপতি আব্দুল বাছিত রুম্মান বাংলাদেশ টাইমসকে বলেন, ‘তফসিল ঘোষণার পর নগরীতে আনন্দ মিছিল করা হয়েছে। এছাড়াও নৌকা প্রতীকে ভোট চাইতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাইকে সবর থাকার নির্দেশনা দেয়া হয়েছে। প্রতীক বরাদ্দের পর ছাত্রলীগ নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করবে।’
 
এদিকে, শুক্রবার সকাল থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। সকাল ১০টার দিকে রাজধানীর ধানমণ্ডির আওয়ামী লীগের কার্যালয়ের নতুন ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মনোনয়ন সংগ্রহের মাধ্যমে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মনোনয়ন ফরম কিনেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পক্ষে ফরম কিনেছেন আ স ম ফিরোজ।

Share this news on:

সর্বশেষ

img
তফসিলের পরদিন প্রার্থী গুলিবিদ্ধ হওয়া বিচ্ছিন্ন ঘটনা নয় : আখতার হোসেন Dec 16, 2025
img
ভারতে অনুপ্রবেশকালে বাঘাডাঙ্গা সীমান্তে ১ নারী আটক Dec 16, 2025
img
টিজারেই নস্ট্যালজিয়ায় ভাসাল 'বর্ডার ২' সিক্যুয়েল Dec 16, 2025
img
নতুন বার্তা দিলেন মোনালিসা Dec 16, 2025
img
আম্বানীর ‘বনতারা’ ঘুরে মঙ্গলবার দুই সতীর্থকে নিয়ে ভারত ছাড়লেন মেসি Dec 16, 2025
img
দেশপ্রেমের বার্তা নিয়ে বিজয় দিবসে মৌটুসী Dec 16, 2025
img
বিজয় দিবসে তারকাদের ভাবনা Dec 16, 2025
img
‘ধুরন্ধর’-এ অক্ষয়ের প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত আমিশা Dec 16, 2025
img
স্বাধীনতার ৫৫ বছরেও জাতি জান-মালের নিরাপত্তা নিয়ে শঙ্কিত : রেজাউল করীম Dec 16, 2025
img
নতুন বছরে পর্দায় ফিরছে অঙ্কুশ ও ঐন্দ্রিলা জুটি Dec 16, 2025
img

জান্নাতুল পিয়া

বিজয় মানে মাথা নত করে কৃতজ্ঞ হওয়া Dec 16, 2025
img
জনসংখ্যা বাড়াতে রাতে বিদ্যুৎ ও ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত Dec 16, 2025
img
কেন্দ্রীয় চরিত্র দিয়েই শুরু হচ্ছে শুভর বলিউড যাত্রা Dec 16, 2025
img
হাদির ওপর হামলায় ব্যবহৃত অস্ত্রের ম্যাগাজিন উদ্ধার Dec 16, 2025
আগামীতে ইনসাফ কায়েমের শপথ নেয়ার আহ্বান এস এম ফরহাদের Dec 16, 2025
মিয়ানমারের কারাবন্দি নেত্রী সুচি বেঁচে নেই? Dec 16, 2025
ইউক্রেনীয় ড্রোন হামলায় রুশ সাবমেরিন গুরুতর ক্ষতিগ্রস্ত Dec 16, 2025
জাতীয় দিবসগুলো আমাদের ঐক্যবদ্ধ করে: ঢাবি ভিসি Dec 16, 2025
ব্র্যান্ডের মোড়কে ভেজাল! লাভেলো প্যাকেটে লোকাল আইসক্রিম বিক্রি Dec 16, 2025
বিজয়ের ৫৫ বছর: গৌরব, শ্রদ্ধা ও অঙ্গীকারের দিন Dec 16, 2025