পাপিয়ার সঙ্গে সংশ্লিষ্টদেরও বিচার করা হবে : কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পাপিয়ার অপরাধের জন্য দলকে দায় দেয়া যাবে না। এমনকি তার সঙ্গে সংশ্লিষ্ট যারা, তাদেরও বিচার করা হবে। এধরণের কোন কর্মীর অপরাধের দায় নেবে না দল। পাপিয়া যে অপরাধ করেছে সে অনুযায়ী তার বিচার হবে। কোনো অপরাধী ছাড় পাবে না।

সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, অপরাধীদের ব্যাপারে সরকারের জিরো টলারেন্স নীতি কার্যকর রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া আছে, দলীয় পরিচয় না দেখে অপরাধের ভিত্তিতে অপরাধীকে ধরতে হবে। আর এ কারণেই আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষভাবে কাজ করছে। যা বিগত সরকারের আমলে কেউ চিন্তাও করেনি।

এসময় মন্ত্রী জানান, এ বছরের জুলাইয়ে ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীত করার কাজ শুরু হবে। এ প্রকল্পে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) অর্থায়ন করবে। এতে দুই বিলিয়ন ডলার খরচ হবে, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২০ হাজার কোটি টাকা।

 

টাইমস/এসএন

Share this news on: