বৈঠকে ঐক্যফ্রন্ট নেতারা

জোটের ভাঙ্গণ রোধ, বিজয়ী সদস্যদের শপথ পাঠ ও নির্বাচনী পরবর্তী আন্দোলনের কর্মসূচী নির্ধারণ এবং প্রার্থীদের নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করার বিষয় আলোচনা করতে বৈঠকে বসেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।

মঙ্গলবার বিকেল ৫ টার দিকে রাজধানীর বেইলি রোডে ড. কামাল হোসেনের বাসায় এ বৈঠক শুরু হয়। সন্ধ্যা সাতটায় শেষ খবর পাওয়া পর্যন্ত এ বৈঠক চলছে।

বৈঠকের বিষয়ে ঐক্যফ্রন্টের এক নেতা জানিয়েছেন, ঐক্যফ্রন্টকে সচল রাখতে, ভোটে অনিয়ম ফল প্রত্যাখান ও পরবর্তী আন্দোলনের কর্মসূচী নির্ধারন করতে এই বৈঠক।

এ বৈঠকে অংশ নিয়েছেন ঐক্যফ্রন্টে শীর্ষ নেতা ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ঐক্য প্রক্রিয়ার সমন্বয়কারী শহীদুল্লাহ কায়সার প্রমুখ।

 

টাইমস/এসআর/এইচইউ

Share this news on: