দেশে আ. লীগ ও জাপা ছাড়া আর কোন দল নেই: এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, এখন দেশে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড়া আর কোনো দল নেই। জাতীয় পার্টি আবার জেগে উঠেছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় পার্টি ।

মঙ্গলবার জাতীয় পার্টির গুলশান কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এরশাদ বলেন, আমার চেয়ে কেউ কষ্ট বেশি করে নাই। আমি সাড়ে সাত বছর জেলে ছিলাম। অনেক যন্ত্রণা ভোগ করতে হয়েছে। খালেদা জিয়া বলেছিলেন, মরতে দেয়াই এরশাদের শাস্তি। এরশাদ মরে নাই।

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে এরশাদ বলেন, এখনও আমার নামে মামলা চলছে। মামলা নিষ্পত্তি হয়নি আমার। এতো বছরে একটা দিনও শান্তিতে ছিলাম না। এই মামলার ভার মাথায় নিয়ে আমি তোমাদের নেতৃত্ব দিয়েছি।

 

Share this news on: