হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ আ. লীগ মনোনীত প্রার্থীকে জয়ী করার লক্ষ্যে কাজ করবে

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, ঘাতক দালাল নির্মূল কমিটি, মুক্তিযোদ্ধাদের সংগঠনগুলোর সঙ্গে ১৪ দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সবাই মিলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে জয়ী করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মুক্তিযুদ্ধের সংগঠন ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সঙ্গে ১৪ দলের বৈঠক শেষে মোহাম্মদ নাসিম এসব কথা জানান। 

১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম আরো বলেন, ড. কামাল হোসেন স্বাধীনতাবিরোধীদের সঙ্গে ঐক্য করেছেন। এটি শুধু আওয়ামী লীগের জন্য দুর্ভাগ্যজনক নয়; পুরো জাতির জন্য দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন।

তিনি বলেন, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন। ব্যালটের মাধ্যমে জনগণ এসব বর্ণচোরা-ভণ্ডদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে।

নাসিম বলেন, ড. কামাল হোসেনরা এক সময় আওয়ামী লীগে ছিলেন। বঙ্গবন্ধুর সান্নিধ্য পেয়েছিলেন। সেই কামাল হোসেন এখন স্বাধীনতাবিরোধীদের সঙ্গে ঐক্য করেছেন। এটি জাতির জন্য দুর্ভাগ্যের।

এসময় নির্বাচন সামনে রেখে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে আহ্বান জানান তিনি।

বৈঠকে ১৪ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

Share this news on: