‘নৌকার পক্ষে প্রচার চালাচ্ছেন সরকারি কর্মকর্তারা’

এখনও নৌকার পক্ষে প্রচার চালাচ্ছেন সরকারি কর্মকর্তারা। তাতে মনে হচ্ছে বিএনপিকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার জন্য সব আয়োজন করে রেখেছে সরকার ও প্রশাসন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

বৃহস্পতিবার নির্বাচন কমিশন কার্যালয়ে ১৩ দফা দাবি উত্থাপন শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।

আলাল বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে ইসির সুস্পষ্ট নির্দেশনা চায় জাতীয় ঐক্যফ্রন্ট। লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি করতে আমরা এর আগেও নির্বাচন কমিশনকে বলেছি। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি।

এসময় তিনি সরকারি কর্মকর্তাকে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দিতে ইসিকে অনুরোধ করেছেন। একইসঙ্গে মনোনয়নপ্রত্যাশীসহ তৃণমূল নেতাকর্মীদের মুক্তি দেয়ার আহবান জানিয়েছেন।

প্রসঙ্গত, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৮ নভেম্বর, বাছাই ২ ডিসেম্বর, প্রত্যাহার ৯ ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ ১০ ডিসেম্বর।

Share this news on: