ডাকসু থেকে রাব্বানীর পদত্যাগ চাইলেন ভিপি নুর

নানা ধরনের অপকর্মের অভিযোগে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের পদ হারানো গোলাম রাব্বানীকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের(ডাকসু)  জিএস পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের আহ্বান জানিয়েছেন ডাকসু সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর। মঙ্গলবার গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমি তাকে (রাব্বানীকে) ডাকসু থেকে পদত্যাগের আহ্বান জানাই। আমি আগে থেকেই এটা বলে আসছি। কারণ তিনি এই পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি সম্মান রেখে তার উচিত পদত্যাগ করা।’

পদত্যাগের কথা বললে দাঁতভাঙা জবাব দেয়া হবে- এমন হুমকির জবাবে ভিপি নুর বলেন, ‘তিনি (রাব্বানী) সব সময় ক্ষমতার দাপট দেখিয়ে আসছেন। ইতোমধ্যে অনৈতিক কর্মকাণ্ডের জন্য সংগঠনের পদ হারিয়েছেন। এখন এই ধরনের হুমকি-ভয় দেখানো আরেকটা নৈতিক স্খলন। এর জন্য তার পদত্যাগ করা উচিত। কারণ তিনি কোনও ব্যক্তির উদ্দেশে যৌক্তিকভাবে কথা বলতে পারেন, কিন্তু হুমকি দিতে পারেন না। ডাকসুর জিএসের কাছ থেকে এ ধরনের আচরণ কখনও কাম্য নয়। এ ধরনের বিতর্কিত কর্মকাণ্ডের জন্য হলেও তার পদত্যাগ করা উচিত।’

 

টাইমস/এসআই

Share this news on: