বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল হক নাসির বলেছেন, আগামীর বাংলাদেশের কান্ডারি আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বীরের বেশে দেশে ফিরবেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের ঘাটাইলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে উত্তরপাড়া মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ মিলিত হয়।
ওবায়দুল হক নাসির বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। তাকে হত্যা করে অনেকে মনে করেছিল বিএনপিকে শেষ করা যাবে? কিন্তু না, বিএনপি হচ্ছে বাংলাদেশে গণমানুষের দল।
এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক সানা, সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন, পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেত করিম, সাবেক সভাপতি শামসুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল, সাবেক ছাত্রনেতা শফিকুল ইসলাম খান রতন, আনেহলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিউর রহমান মুক্তা, দিগড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার, দিঘলকান্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহিনুর রহমান শাহীন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক রানা কাজী, সাবেক কাউন্সিলর শাহাদাৎ হোসেন শামীমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
এমকে/টিএ