সম্রাট ও আরমানের ৬ মাসের কারাদণ্ড

রাজধানীর কাকরাইল কার্যালয়ে দুইটি ক্যাঙ্গারুর চামড়া পাওয়ার বন্যপ্রাণী (সংরক্ষণ) আইনে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন সম্রাটকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দেন। এ ছাড়া মাদক আইনে যুবলীগের সহসভাপতি এনামুল হক আরমানকে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

রোববার ভোরে সম্রাটকে তার এক সহযোগী যুবলীগের সহসভাপতি এনামুল হক আরমানসহ কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়। সেখান থেকে তাকে ঢাকায় আনা হয়। গ্রেপ্তারের সময় সম্রাট ও আরমান মদ্যপ ছিলেন। তাদের কাছে বিদেশি মদ ছিল। এ কারণেও ভ্রাম্যমাণ আদালত তাদের ছয় মাস করে কারাদণ্ড দেন।

রোববার দুপুরে কাকরাইলের ভূঁইয়া ট্রেড সেন্টারে সম্রাটের কার্যালয়ে র‍্যাব অভিযান চালিয়ে ১ হাজার ১৬০টি ইয়াবা, ১৯ বোতল বিদেশি মদ, একটি পিস্তল ও ছয় রাউন্ড গুলি, ২টি ইলেক্ট্রিক শক দেয়ার লাঠি ও দুটি ক্যাঙ্গারুর চামড়া উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাবের মুখপাত্র সারওয়ার বিন কাশেম।

 

টাইমস/এসআই

Share this news on: