দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের নতুন ছবি কুলি এবার প্রেক্ষাগৃহের বাইরেও আলোচনায়। লোকেশ কানাগরাজ পরিচালিত এই ছবিটি মুক্তি পায় গত ১৪ আগস্ট। মাত্র চার সপ্তাহের মাথায়, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহেই এটি আসছে অ্যামাজন প্রাইম ভিডিওতে।
প্রেক্ষাগৃহে ছবিটি বিশ্বব্যাপী পাঁচশ’ কোটিরও বেশি রুপি আয় করেছে। তবে বিশাল অঙ্কের বাজেট ও প্রত্যাশা সত্ত্বেও এটি নির্মাতাদের জন্য পুরোপুরি স্বস্তি বয়ে আনতে পারেনি। বিশেষ করে তামিলনাড়ু ও তেলেগু বাজারে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। সমালোচকেরা বলছেন, লোকেশ কানাগরাজের তুলনামূলক দুর্বল কাজ এটি।
তবে রজনীকান্তের তারকামহিমায় ছবির প্রথম সপ্তাহেই ভক্তদের ভিড় হয়েছিল চোখে পড়ার মতো। কিন্তু দ্বিতীয় সপ্তাহ থেকে ব্যবসায় ধীরে ধীরে ভাটা পড়ে। অনেক পরিবেশক লোকসানের মুখেও পড়েন।
এবার আশার জায়গা হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম। প্রেক্ষাগৃহে যারা দেখেননি, তারা ডিজিটাল প্ল্যাটফর্মে কুলি দেখতে আগ্রহী হবেন বলেই বিশ্বাস নির্মাতাদের। সান পিকচার্স প্রযোজিত এই ছবিতে রজনীকান্তকে দেখা গেছে দ্বৈত চরিত্রে। তার সঙ্গে অভিনয় করেছেন শ্রুতি হাসান ও সত্যরাজ। সংগীতে আছেন অনিরুদ্ধ রবিচন্দ্রন।
প্রেক্ষাগৃহে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া থাকলেও ওটিটিতে রজনীকান্তের বিপুল অনুসারী এবার নতুন করে ছবিটিকে আলোচনায় আনতে পারে। নির্মাতারা যেমন আশাবাদী, তেমনি অ্যামাজন প্রাইমও বাজি ধরছে রজনীর জনপ্রিয়তার উপরেই।
এমকে/টিএ