বলিউডে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে শ্রীদেবীর কিংবদন্তি সিনেমা চালবাজ। ১৯৮৯ সালের এই কালজয়ী ছবিতে অনজু ও মঞ্জুর দ্বৈত চরিত্রে অভিনয় করে সবার মনে অমর হয়ে আছেন শ্রীদেবী। এবার সেই চরিত্রে দেখা যেতে পারে তার মেয়ে জাহ্নবী কাপুরকে।
সম্প্রতি পরম সুন্দরী ছবির সাফল্য এবং সানি সংস্কারী কি তুলসীকুমারী ঘিরে বাড়তি আগ্রহের পর জাহ্নবীর ক্যারিয়ার এখন এক ভিন্ন গতিতে। এমন সময়ে চালবাজ–এর রিমেকের প্রস্তাবকে তিনি জীবন ও ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ মোড় হিসেবেই দেখছেন। ভেতরের খবর বলছে, প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি আগ্রহ প্রকাশ করেছেন। তবে একইসঙ্গে সতর্কও, কারণ মায়ের সেই অনবদ্য অভিনয়ের সঙ্গে তুলনা আসবেই।
শুধু একটি চরিত্র নয়, এটি তার কাছে আবেগেরও জায়গা। ঘনিষ্ঠ মহলের দাবি, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে জাহ্নবী পরামর্শ নিচ্ছেন নিজের আস্থাভাজন মেন্টরদের কাছ থেকে। চলতি সেপ্টেম্বরেই হয়তো ঘোষণা আসতে পারে। এখনো প্রযোজক বা পরিচালকের নাম প্রকাশ করা হয়নি। তবে বলিউডের অভ্যন্তরীণ সূত্র বলছে, এটি হতে পারে অন্যতম বৃহৎ রিমেক প্রজেক্ট।
শ্রীদেবীর চালবাজ ভারতীয় সিনেমার ইতিহাসে অভিনয়ের এক পাঠশালা হিসেবে বিবেচিত হয়। যেখানে তিনি নিখুঁতভাবে একইসঙ্গে ভঙ্গুরতা আর আগুনে স্বভাবকে ফুটিয়ে তুলেছিলেন। তাই জাহ্নবী যদি এই চ্যালেঞ্জিং চরিত্রে নাম লেখান, তবে তা হবে তার ক্যারিয়ারের সবচেয়ে সাহসী এবং সংজ্ঞায়িত কাজ। একদিকে উত্তরাধিকার, অন্যদিকে নতুন রূপায়ণ এই দুইয়ের সংমিশ্রণেই গড়ে উঠতে পারে এক নতুন অধ্যায়।
এমকে/টিএ