বলিউডের জনপ্রিয় অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি ফোর্স আবারও ফিরছে নতুন রূপে। ফোর্স ৩–এ আবারও দেখা যাবে জন আব্রাহামকে তার আইকনিক চরিত্র এ সি পি যশবর্ধন সিংহের ভূমিকায়। এবার ছবির চমক নতুন মুখ মীনাক্ষী চৌধুরী। দক্ষিণ ভারতের জনপ্রিয় এই অভিনেত্রী (গুন্তুর কারাম, ডিএসপি) প্রথমবারের মতো বলিউডে পা রাখছেন এই ছবির মাধ্যমেই।
ভাভ ধুলিয়া পরিচালিত এই ছবি (যিনি খাকি: দ্য বিহার চ্যাপ্টার–এর জন্য পরিচিত) হবে ফ্র্যাঞ্চাইজির একধরনের রিবুট। থাকবে বিস্ফোরক অ্যাকশন সিকোয়েন্স, পাশাপাশি ভিন্নধর্মী কাহিনি। জন আব্রাহামের স্বভাবসিদ্ধ তীব্রতা তো থাকছেই, নির্মাতারা এখনো খুঁজছেন এমন এক শক্তিশালী ভিলেন, যিনি দর্শকদের সামনে হাজির করবেন আরেকটি স্মরণীয় নায়ক–খলনায়ক দ্বন্দ্ব, যা এই সিরিজের মূল আকর্ষণ।
পরিকল্পনা অনুযায়ী, ফোর্স ৩–এর শুটিং শুরু হবে ২০২৫ সালের শেষ দিকে, জন আব্রাহাম তার হাতে থাকা রাখেশ মারিয়া বায়োপিকের কাজ শেষ করার পর। তবে ছবিটি নিয়ে ইতোমধ্যেই দর্শকদের আগ্রহ তুঙ্গে। তারকাখ্যাতি, ভিন্ন ইন্ডাস্ট্রির শিল্পীদের সমন্বয় এবং রুদ্ধশ্বাস অ্যাকশন সব মিলিয়ে এটি হয়ে উঠছে আগামী বছরের অন্যতম প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার।
এমকে/টিএ