ফ্যানদের দীর্ঘ প্রতীক্ষা শেষ হওয়ার পথে। টেলেগু সিনেমার আইকন স্টার আল্লু অর্জুন এবার ফিরছেন তার সবচেয়ে অ্যাকশনপ্যাকড চরিত্রে সারাইনোদু–এর বহুল প্রতীক্ষিত সিক্যুয়েলে। সম্প্রতি ব্লকবাস্টার নির্মাতা এটলির সঙ্গে একটি বড় প্যান-ইন্ডিয়া প্রজেক্ট শেষ করার পর, অর্জুন এবার ফের মিলিত হচ্ছেন মাস ফিল্মের পরিচালক বয়াপতি শ্রীনুর সঙ্গে।
২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত সারাইনোদু ছবিটি ছিল টেলেগু সিনেমার জন্য এক রূপান্তরকালীণ মুহূর্ত। তীব্র অ্যাকশন, দারুণ মাস আপিল এবং অল্লু অর্জুনের দুর্দান্ত পারফরম্যান্সের সংমিশ্রণ দর্শকদের মনে গভীর ছাপ ফেলে। এবার সারাইনোদু ২ তে পরিচালক হিসেবে ফিরছেন বয়াপতি শ্রীনু, এবং প্রযোজনা করছেন আল্লু অরবিন্দের নেতৃত্বে গীতা আর্টস।
যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি, সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই সারাইনোদু ২ এর প্রতীক্ষা তুঙ্গে। ফ্যানরা আশা করছেন দ্বিগুণ অ্যাকশন, দ্বিগুণ স্টাইল এবং দ্বিগুণ মাসের রোমাঞ্চ। এই পুনর্মিলনকে টেলেগু সিনেমার সবচেয়ে বড় সিনেমাটিক ইভেন্টের মধ্যে একটি হিসেবে দেখা হচ্ছে।