ভারতের খ্যাতনামা গায়ক সোনু নিগম তার ১৯৯৯ সালের হিট গান বিজুরিয়া–র নতুন রিমেক নিয়ে ব্যক্ত করেছেন আবেগমিশ্রিত অনুভূতি। যদিও তিনি দীর্ঘদিন ধরে রিমেকের প্রবণতাকে সমালোচনা করেননি, তার শর্ত হলো মূল স্রষ্টাদের প্রতি সম্মান দেখানো আবশ্যক।
এবার বিজুরিয়া-র নতুন রূপ এসেছে আসন্ন ছবির সানি সংস্কারী কি তুলসী কুমারী–এর জন্য, যেখানে অভিনয় করছেন বরুন ধাওয়ান। সোনু জানিয়েছেন, “রিমেক, যদি সম্মান এবং মূল স্রষ্টাদের প্রতি বিবেচনা সহকারে তৈরি করা হয়, তা মোটেই খারাপ কিছু নয়। কখনও কখনও রিমেক গানটি নষ্ট করে দেয়, কিন্তু অনেক সময়ই পুরনো সুরকে আবার জীবন্ত করে তোলে এবং সেই সময়ের নস্টালজিয়া ফিরিয়ে আনে।”
তিনি আরও যোগ করেছেন, এমন নতুন রূপে গান পুনঃপ্রকাশ প্রজন্মের কাছে পরিচিত হতে সাহায্য করে। সোনুর নিজের অভিজ্ঞতাও এর প্রমাণ এলভিস প্রেসলি ও ফ্র্যাঙ্ক সিনাট্রার সঙ্গীতের সঙ্গে পরিচয় তিনি পেয়েছিলেন পুনঃপ্রকাশিত সংস্করণের মাধ্যমে।
বিজুরিয়া-র নতুন রিমেককে তাই শুধু একটি নতুন গান হিসেবে নয়, বরং মূলের প্রতি শ্রদ্ধা ও সময়ের সঙ্গে সংযোগ রক্ষার মাধ্যম হিসেবে দেখা হচ্ছে।
এমকে/টিএ