জামায়াত নির্বাচনে অংশ নিতে প্রস্তুত : আব্দুল মান্নান

জামায়াত নির্বাচনে অংশ নিতে প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান। তিনি বলেছেন, ‘বাংলাদেশ বর্তমানে যে পথে অগ্রসর হচ্ছে, তা নিয়ে জনগণের গভীর উদ্বেগ রয়েছে। আমি মনে করি, দেশে ফ্যাসিস্ট শক্তির বিদায়ের পর সব রাজনৈতিক দল একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন চায়। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হলে তাতে আমাদের কোনো আপত্তি নেই।

জামায়াতে ইসলামী সব সময়ই একটি নির্বাচনমুখী দল এবং আমাদের নেতৃবৃন্দ ইতোমধ্যেই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, আমরা নির্বাচনে অংশ নিতে প্রস্তুত।’

বুধবার (৩ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আব্দুল মান্নান বলেছেন, “নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আগে ‘জুলাই ঘোষণা’ এসেছিল। যেখানে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে যে বক্তব্য রেখেছিলেন, তাতে তিনটি বিষয়কে গুরুত্ব সহকারে উপস্থাপন করেছিলেন—সংস্কার, বিচার ও নির্বাচন।

এই তিনটি ম্যান্ডেট জাতির কাছে তুলে ধরা হয়েছিল এবং বাংলাদেশের সকল রাজনৈতিক দল ও জনগণই মনে করে দেশে একটি মৌলিক রাজনৈতিক সংস্কার প্রয়োজন।’

তিনি বলেছেন, ‘ফ্যাসিস্ট সরকারের সময়ে প্রায় ২০০০ ছাত্র নিহত হয়েছেন, ৩০ হাজারের মতো মানুষ আহত হয়েছে—কেউ হাত হারিয়েছে, কেউ চোখ, কেউবা পঙ্গু হয়ে গেছে। এ ভয়াবহ চিত্র এখনো দেশের মানুষের সামনে পুরোপুরি পরিষ্কার নয়। আজ পর্যন্ত কিছু ব্যক্তির বিচার হয়েছে কিন্তু অধিকাংশ অপরাধী ধরাছোঁয়ার বাইরে।
জামায়াতের এই নেতা বলেন, জুলাই সনদ নিয়ে ‘ঐকমত্য কমিশন’-এর দীর্ঘ আলোচনায় অনেক রাজনৈতিক দল ঐকমত্য পোষণ করেছে। বিএনপি কিছু বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে, জামায়াত একটি বিষয়ে দিয়েছে এবং ছোট ছোট দলের মধ্যেও ভিন্নমত রয়েছে। তবে বেশ কিছু বিষয়ে একটি জাতীয় ঐকমত্য গড়ে উঠেছে। আমরা মনে করি, এই ঐকমত্যের ভিত্তিতে যদি একটি ‘লিগাল ফ্রেমওয়ার্ক’ তৈরি না করা হয়, তাহলে ভবিষ্যতের নির্বাচিত সরকারগুলো এই সংস্কার বাস্তবায়নে বাধ্য থাকবে না। ফলে সংস্কারবিহীন একটি নির্বাচন দেশকে পুনরায় অস্থিরতার দিকে ঠেলে দিতে পারে।

তিনি বলেন, আমাদের বন্ধু সংগঠন বিএনপি বলছে, তারা নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করলে দুই বছরের মধ্যে সংস্কার বাস্তবায়ন করবে। আমরা বলছি যদি সব পক্ষ একমত হয় তাহলে আমাদের সামনে দুটি পথ খোলা আছে। একটি হচ্ছে গণভোট আরেকটি হচ্ছে একটি আইনি প্রক্রিয়া (প্রোক্লেমেশন) এর মাধ্যমে এই সংস্কারকে সাংবিধানিক ভিত্তি দেওয়া। এর মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করলে নির্বাচনের পর যেই সরকারই গঠিত হোক না কেন তারা এই সংস্কার বাস্তবায়নে বাধ্য থাকবে। অন্যথায় সেই নির্বাচন জনগণের কাছে বৈধতা পাবে না।

মান্নান বলেছেন, আমরা মনে করি, যত দ্রুত এই বিষয়ে একটি রাজনৈতিক সমাধান হবে, তত দ্রুত বাংলাদেশ একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে অগ্রসর হবে। কিন্তু বর্তমানে কিছু অদৃশ্য শক্তি আবারও ফ্যাসিস্ট ও তাদের সহযোগীদের রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠিত করার অপচেষ্টা চালাচ্ছে। তাই আমি বলব যারা ফ্যাসিবাদবিরোধী তারা সবাই নির্বাচন চায় এবং তারা সংস্কারও চায়, দেশবাসীও তাই চায়। আমাদের স্বাধীনতার ৫৪ বছরে আমরা এখনো প্রকৃত স্বাধীনতার স্বাদ পাইনি, ভোটাধিকার নিশ্চিত করতে পারিনি, ক্ষমতা হস্তান্তরের একটি কার্যকর প্রক্রিয়া তৈরি করতে পারিনি।

তিনি বলেন, আজো আমরা ব্যাংক লুটপাট, প্রশাসনিক অব্যবস্থা ও রাজনৈতিক স্থবিরতার মধ্যে আছি। এই মুহূর্তে আমাদের সামনে একটি ঐতিহাসিক সুযোগ এসেছে একটি স্থায়ী রাজনৈতিক সমাধান ও ভারসাম্য প্রতিষ্ঠা করার। ভারতীয় কর্তৃত্ববাদ থেকে দেশকে মুক্ত করে বাংলাদেশপ্রেমী শক্তির নেতৃত্ব প্রতিষ্ঠা করার এই সুযোগ আমরা হাতছাড়া করতে চাই না।

তিনি আরো বলেন, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। বাংলাদেশ জামায়াতে ইসলামী ইতোমধ্যেই ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে এবং সক্রিয়ভাবে নির্বাচনী কর্মকাণ্ডে নিয়োজিত আছে। কিন্তু যারা বলছেন এখনই নির্বাচন দরকার তারা এখনো পর্যন্ত প্রার্থীর নামও ঘোষণা করেননি। তারা কিভাবে নির্বাচনে যাবে, সে বিষয়েও পরিষ্কার নয়।

এমকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
এখনো ডাকসু না হওয়ার সম্ভাবনা আছে : শরিফ ওসমান হাদী Sep 04, 2025
img
ঢাকায় বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা Sep 04, 2025
img
বিপ্লবোত্তর দেশে দ্রুত নির্বাচন না হলে গৃহযুদ্ধ হয় : আমীর খসরু Sep 04, 2025
img
গাজায় ইসরায়েলের তীব্র বোমাবর্ষণে একদিনে প্রাণ গেল কমপক্ষে আরও ৭৩ জনের Sep 04, 2025
img
তারেক রহমান ও বাবরসহ সব আসামিকে খালাসের বিরুদ্ধে আপিলের রায় আজ Sep 04, 2025
img
বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড Sep 04, 2025
img
গত এক মাসে বাংলাদেশে যা যা ঘটনা ঘটেছে, তা ষড়যন্ত্রের অংশ : শামা ওবায়েদ Sep 04, 2025
img

নিলোফার মনি

নির্বাচন ও সংস্কার নিয়ে দ্বিমুখী কথা বলছে জামায়াত Sep 04, 2025
img
জামায়াত নির্বাচনে অংশ নিতে প্রস্তুত : আব্দুল মান্নান Sep 04, 2025
img
পর্তুগালে ভয়াবহ ক্যাবল রেল দুর্ঘটনায় ১৫ জনের প্রাণহানি Sep 04, 2025
img
১৫০ বছর বাঁচা নিয়ে পুতিন-শি জিনপিংয়ের আলোচনা Sep 04, 2025
img
ইউটিউবের সুপারস্টার ভুবন বাম বলিউডে! Sep 04, 2025
img
মূল সুরের প্রতি শ্রদ্ধা, রিমেক নিয়ে সোনুর আবেগ Sep 04, 2025
img
পরিচালক পদে লড়বেন নান্নু! Sep 04, 2025
পাসপোর্ট নেই, দেশও নেই! দুই বোনের জীবন থমকে আছে ভারতেই Sep 04, 2025
গণভোটে অংশগ্রহণের আহ্বান ইসলামী আন্দোলনের! Sep 04, 2025
‘নির্বাচন ঘোষণার পর থেকে বিদেশি ব্যবসায়ীরা বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছেন’ Sep 04, 2025
নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ, স্পষ্ট করল ইসি Sep 04, 2025
জাতীয় দলে হামজা, লেস্টারের বাধা! Sep 04, 2025
img
প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগ গণমানুষের প্রাণের দাবি: শায়খ আহমাদুল্লাহ Sep 04, 2025