সরকারের ভেতরে আরেকটা সরকার আছে বলে এক বেসরকারি টিভি চ্যানেলের আলোচনায় মন্তব্য করেছেন বিএনপির স্বনির্ভরবিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি নিলোফার চৌধুরী মনি।
নিলুফার মনি বলেন, এটা তো শুধু আমরা বলি না। এটা খোদ দেবপ্রিয় ভট্টাচার্য, সুজন মজুমদাররা পর্যন্ত বলে। তারা তো সরকারের সঙ্গেই কাজ করে। খোদ সরকারের ভেতরে থেকেও তারা বলছে।
সম্প্রতি আলোচনায় থাকা মবের বিষয়ে নিলুফার মনি বলেন, আগে যাকে সন্ত্রাস বলা হতো, তাকেই এখন মব ডাকা হচ্ছে। মব শব্দটা হয়তো অন্য একটা দেশ থেকে এসেছে। মানুষ একটা সুন্দর শব্দ পেয়েছে। আগে যেমন বলতো ‘মগের মুল্লুক’, এখন সেটা ‘মব’ হয়ে গেছে। শব্দটা শুধু পরিবর্তন হয়েছে। অপরাধের ঘটনাগুলো তো একই আছে।
নির্বাচনের আগেই অনেকে অন্তর্বর্তী সরকারকে ক্ষমতা থেকে সরাতে চায় জানিয়ে মনি বলেন, ‘আমরা শুধু একা বলব কেন? প্রধান উপদেষ্টার বক্তব্যেই তো সংশয় প্রকাশ পায়।
উনি বললেন—যারা নির্বাচন পর্যন্ত সরকারকে থাকতে দিতে চায় না, তারাই সব রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায়। এই রকম অবস্থা যারা সৃষ্টি করতে চায়, তাদের মধ্যে সরকারের একটা গ্রুপও আছে।’
আলোচনার এক পর্যায়ে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিবকে নিলুফার মনি বলেন, ‘নতুন করে আওয়ামী ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে পারে—হ্যাঁ, আওয়ামী ফ্যাসিবাদকে আপনারাই সুযোগ দিয়েছেন। মাথাচাড়া দিতে পারে তা আমি অস্বীকার করছি না। আপনারা যদি প্রথম দিন থেকেই ধরপাকড় করতেন, শাস্তির মুখোমুখি করতেন, তাদের অর্থগুলোর উৎস জানতে চাইতেন তখন তা সরকার ক্রোক করতে পারত।
এমআর/এসএন