বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, গ্রামগঞ্জে নির্বাচনী হওয়া বইতে শুরু করেছে। গ্রামের বৈকালিক বা সন্ধ্যাকালীন আড্ডায় চায়ের কাপে নির্বাচনী কথা গল্পে ঝড় তুলছে তৃণমূলের মানুষ। তবে কতিপয় রাজনৈতিক দলের নেতারা বাস্তবতা উপলব্ধি করতে পেরে নানা অজুহাতে নির্বাচনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। কিন্তু জনগণ চায় দ্রুত নির্বাচন। জনগণের চাওয়ার বিরুদ্ধে অবস্থান নিলে জনগণ তাদের বিরুদ্ধেই অবস্থান নিতে বাধ্য হবে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহের ধোবাউড়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শোভাযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি তারেক রহমানের নেতৃত্বে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে নতুন বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর। তারেক রহমানের দুই চোখে পরিবর্তনের স্বপ্ন, দৃষ্টিজুড়ে দেশ। তিনি ভিশনারি নেতা, দেশ ও জাতির কল্যাণ সাধন এবং ইনক্লুসিভ ও পজিটিভ রাষ্ট্র গঠন তারেক রহমানের একমাত্র ভিশন এবং মিশন।
তিনি আরও বলেন, তারেক রহমানের ভিশন ও মিশন সফল করতে আগামী নির্বাচনে ধানের শীষের নিরঙ্কুশ বিজয় সুনিশ্চিত করতে হবে এবং একই সাথে বিএনপির কর্মীদের প্রস্তুত হতে হবে। তারেক রহমান বিএনপির রাজনীতি ও রাষ্ট্রের পরিবর্তন আনতে চান। সেজন্য অমরা যারা বিএনপি করি আমাদের মানসিকতার পরিবর্তন আনতে হবে। আওয়ামী লীগ রাজনীতিকে কলুষিত করে গেছে, অনৈতিক পথে টাকা বানানোর প্ল্যাটফর্ম করেছে। কিন্তু তারেক রহমান ও বিএনপি রাজনীতিকে সমাজ কল্যাণের প্ল্যাটফরর্মে পরিণত করবেন।
সমাবেশে ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজলের সভাপতিত্বে ও সদস্য সচিব আনিসুর রহমান মনিকের সঞ্চালনায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন লিটন, ফরহাদ রব্বানী সুমন, আবদুল কুদ্দুস, হাবিবুর রহমান, মাহবুবউল আলম বাবুল, জাকিরুল ইসলাম টোটন, হুমায়ূন কবীর, আবদুল মোমেন শাহিন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক নয়ন মণ্ডল, জেলা যুবদলের সহ-সভাপতি আবুল কাশেম ডলার প্রমুখ।
এদিকে সমাবেশ শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিএনপির একটি বিশাল মিছিল ধোবাউড়া উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এতে রঙ বেরঙের পতাকা হাতে শত শত নারী-পুরুষের উপস্থিতি এবং বিএনপি ও অঙ্গসংঠনের পতাকা হাতে হাজারো নেতাকর্মী যোগ দেন।
কেএন/এসএন