প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ ৭ দফা দাবিতে মশাল মিছিল ও প্রতিবাদ কর্মসূচি করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিকার সচেতন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ৮টায় শহীদ মিনার থেকে এ কর্মসূচি শুরু করেন তারা।
এসময় তারা সাত দফা দাবি লিখে প্ল্যাকার্ড প্রদর্শন করে এবং স্লোগান দেয় ‘১ ২ ৩ ৪, প্রক্টর তুই গদি ছাড়’, ‘যেই প্রক্টর আমার না, সেই প্রক্টর মানিনা’, ‘কোরবান তুই গদি ছাড়, এই মুহূর্তে গদি ছাড়’, ‘আমার ভাই আইসিইউ তে, প্রশাসন নিয়োগ বোর্ডে’; ‘যেই প্রক্টর দালালি করে, সেই প্রক্টর আমার না’, ‘দালালের গদিতে, আগুন জ্বালো একসাথে।’
আইন বিভাগের ২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীর সুজান কবীর বলেন, ‘প্রক্টর অফিসের সামনে লাল রং নিক্ষেপ করা হয়েছে। এটা মূলত আমাদের ভাইদের জন্য। দুই নাম্বার গেটে ঘটে যাওয়া সন্ত্রাসীদের হামলায় শিক্ষার্থীরা আহত হয়েছে। আমাদের শিক্ষার্থীদের যে এত রক্ত ঝরেছে, সেই রক্তের প্রতীক হিসেবে আমাদের এ কর্মসূচি। আমাদের প্রশাসন দেখেও দেখছেন না। তারা যাতে দেখতে পারেন এই কারণে মূলত আমাদের এই প্রতীকী কর্মসূচি।’
যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিশাদ আমিন বর্ণ বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার যে ঘটনা ঘটেছে সেখানে প্রশাসনের দায়হীন আচরণের জন্য মূলত আজকের এ কর্মসূচি। আমাদের শিক্ষার্থীদের যখন ধরে কোপানো হচ্ছিল, তখন তারা এসি কামরায় বসে নিয়োগ চালাচ্ছিল। এ প্রশাসন আমাদের নিরাপত্তা দানে ব্যর্থ। পূর্বের গুপ্ত হামলা থেকে শুরু করে আজকের প্রকাশ্য হামলা পর্যন্ত, প্রক্টরিয়াল বডি আমাদের নিরাপত্তা দানের জন্য কোনো ধরনের কার্যকর পদক্ষেপ নেয়নি। আমাদের আহত ভাইয়েরা এবং আমাদের শিক্ষার্থীরা এখনও নিরাপদ নয়। অনেকে এক কাপড়ে বেরিয়ে এসেছে। তো এই প্রক্টোরিয়াল বডির এখন আর ক্ষমতায় থাকার কোনো যৌক্তিকতা নেই।’
প্রক্টরিয়াল বডির পদত্যাগ ও ৭ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তারা।
ইএ/টিকে