দলের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে আজ শুক্রবার বিকেলে সংহতি সমাবেশ করবে গণ অধিকার পরিষদ। বিকেল ৩টায় রাজধানীর শাহবাগে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
গণ অধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, গত ২৯ আগস্ট গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় আল রাজি কমপ্লেক্সের সামনে সংবাদ সম্মেলন করার সময় পুলিশ ও সেনা সদস্যরা দলের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলা করে। সেই সঙ্গে দলীয় কার্যালয়ে ঢুকে চেয়ার টেবিল ভাঙচুর করে। এই ঘটনায় শতাধিক নেতাকর্মী আহত হয়। এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। সরকারের পক্ষ থেকে বিচারের আশ্বাস দেয়।
তবে হামলাকারীদের ভিডিও ফুটেজ থাকার পরও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেয়ায় গণঅধিকার পরিষদ উদ্বেগ প্রকাশ করেছে। নুরুল হক নুর জুলাই গণ-অভ্যুত্থানে সামনের সারির যোদ্ধা হিসেবে অবদান রেখেছেন। জুলাই অভ্যুত্থানের পরও তার মতো নেতার ওপর এমন নির্মম হামলা চালানো হয়েছে, যা ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থানের ইঙ্গিত দেয়। এটি কেবল গণঅধিকার পরিষদের ওপর নয় বরং সমগ্র জাতির গণতান্ত্রিক অধিকারের ওপর হামলা।
গণ অধিকার পরিষদ মনে করে এই হামলার পিছনে আওয়ামী লীগের দোসর বাহিনী এবং জাতীয় পার্টির ষড়যন্ত্র রয়েছে, যা নয়া বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতাকে ধ্বংস করার চক্রান্ত।
হামলাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে আজ বিকেলে শাহবাগে সর্বদলীয় সংহতি সমাবেশের কথা উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
এসএস/এসএন