আবরার হত্যার প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ-সমাবেশ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট)ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়বাদী ছাত্রদল। সোমবার বিকেলে ক্যাম্পাসে তারা এ কর্মসূচী পালন করে।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের নেতৃত্বে ওই প্রতিবাদ কর্মসূচী থেকে হত্যাকান্ডের তীব্র নিন্দা জানানো হয়। সেইসঙ্গে হত্যাকান্ডে জড়িত ছাত্রলীগের সন্ত্রাসীদের ফাঁসির দাবি জানানো হয়।

ছাত্রদল নেতারা বলেন, টানা প্রায় এক যুগ ধরে দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় ধারাবাহিক সন্ত্রাসী কর্মকান্ড চালালেও প্রশাসন ছাত্রলীগের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। বরং তারা ছাত্রদলসহ অন্যান্য ছাত্রসংগঠনগুলোর ওপর দমননীতি চালিয়েছে।

পুলিশ প্রশাসনের আশকারায় ছাত্রলীগ ক্যাম্পাসগুলোকে সন্ত্রাসের অভয়ারণ্য বানিয়েছে এমন উল্লেখ করে প্রতিবাদ সমাবেশে বক্তারা আরো বলেন,এর আগে বুয়েটে তুচ্ছ অযুহাত দিয়ে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর বর্বরোচিত হামলা হয়েছে। অথচ সেসব হামলার কোনো বিচার হয়নি।

ছাত্রদল নেতারা অনতি বিলম্বে আবরার হত্যাকান্ডের সুষ্ঠু বিচারের মাধ্যমে বুয়েটকে কলঙ্কমুক্ত করার আহ্বান জানিয়ে বলেন, অন্যথায় সারাদেশের ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে ছাত্রদল দেশের সকল ক্যাম্পাসকে ছাত্রলীগমুক্ত অভিযান শুরু করবে।

 

টাইমস/এমএস

Share this news on: