দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি হলো বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রার ওপর। এ তারকা দম্পতির নামে বিশাল পরিমাণ অর্থ প্রতারণার মামলার জেরে এ নোটিশ জারি করেছে ভারতের মুম্বাই পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, শুক্রবার (৫ সেপ্টেম্বর) ৬০ কোটি রুপি ঋণখেলাপির অভিযোগে এ তারকা দম্পতির নামে ‘লুকআউট’ নোটিশ জারি করা হয়েছে। এ নোটিশ জারির কারণে এ মুহূর্তে যেকোনো প্রয়োজনে নিজ দেশ ত্যাগ করতে পারবেন না তারা।
এদিকে আজই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রাজ কুন্দ্রা অভিনীত সিনেমা ‘মেহর’। খুশির এ দিনেই আইনি জটিলতায় জড়ালেন তিনি।
জানা যায়, রাজের বিরুদ্ধে থানায় অভিযোগ জারি করেছেন দীপক কোঠারি। তার দাবি, ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে রাজ ব্যবসা সম্প্রসারণের অজুহাতে তার সঙ্গে ব্যবসায়িক বিনিয়োগ করেছিলেন। সেই অর্থ ব্যবসায়িক খাতে খরচ না করে রাজ ব্যক্তিগত স্বার্থে ব্যয় করেছেন। অথচ বিনিয়োগের জন্য নেয়া অর্থের সুদ ও ঋণ কোনোটাই শোধ করেননি তিনি।
দীপকের অভিযোগের ভিত্তিতে মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা (ইকোনমিক অফেন্সেস উইং) মামলা দায়ের করার প্রেক্ষিতে রাজ কুন্দ্রা ও তার স্ত্রী শিল্পার বিরুদ্ধে ‘লুকআউট’ নোটিশ জারি হয় আজ।
তবে এ অভিযোগ প্রসঙ্গে ভিন্ন তথ্য দিচ্ছেন শিল্পা এবং রাজের আইনজীবী। তাদের ভাষ্য, দীপকের অভিযোগ ভিত্তিহীন। কারণ তার দায়ের হওয়া মামলাটি দেওয়ানি মামলার অন্তর্ভুক্ত। ২০২৪-র ৪ অক্টোবর ‘ন্যাশনাল কোম্পানি ল ট্রাইবুনাল’-এ বিচার সম্পন্ন হয়েছিল।
প্রসঙ্গত, রাজ কুন্দ্রা ব্যবসায়ী হওয়ার পাশাপাশি এখন স্ত্রী, বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির মতো শোবিজ দুনিয়াতেও নাম লিখিয়েছেন। চলতি বছর তার অভিনীত আরও তিনটি সিনেমা মুক্তির সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, এবারের বিগ বস ১৯’র মঞ্চেও দেখা যাবে রাজ কুন্দ্রকে।
কেএন/এসএন