শিক্ষাব্যবস্থায় ইসলামবিরোধী এজেন্ডা মানা হবে না: হেফাজতে ইসলাম

সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত নতুন গেজেটে ধর্মীয় শিক্ষক না দিয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগের বিধিমালাকে ‘ইসলামবিরোধী এজেন্ডা’ আখ্যা দিয়ে সংবাদমাধ্যমে বিবৃতি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) যুক্ত বিবৃতি দিয়েছেন দলটির আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান। অবিলম্বে এই গেজেট বাতিল করে সঙ্গীত শিক্ষকের পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের বিধিমালা করা না হলে তারা গণ-আন্দোলনের হুঁশিয়ারি দেন।

বিবৃতিতে বলা হয়, ইসলামে বাদ্যযন্ত্রের ব্যবহার নিষিদ্ধ। তাছাড়া সঙ্গীত কোনো মৌলিক শিক্ষার অন্তর্ভুক্ত নয়। বাংলাদেশের মতো মুসলিম-অধ্যুষিত দেশে মুসলিম অভিভাবকদের মতামত না নিয়ে তাদের ছেলে-মেয়েদের প্রাথমিক শিক্ষায় সঙ্গীত শিক্ষা চাপিয়ে দেওয়ার অধিকার কোনো সরকারের নেই। অবিলম্বে এই গেজেট বাতিল করে প্রাথমিক স্তরে সঙ্গীত শিক্ষকের পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের বিধিমালা করা না হলে আমরা দাবি আদায়ের জন্য প্রয়োজনে রাজপথে গণ-আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। মুসলিম শিশু-কিশোরদের ইসলামী মূল্যবোধ ও ঈমান রক্ষার প্রশ্নে আমরা বৃহত্তর ইসলামী জনতাকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।

তারা বলেন, এলজিবিটি ও গানবাদ্য ঢুকিয়ে ধর্মপ্রাণ মুসলিম শিশু-কিশোরদের ইসলামী মূল্যবোধ থেকে দূরে রাখার ডি-ইসলামাইজেশন প্রকল্প বাস্তবায়নের প্রচেষ্টা পতিত আওয়ামী ফ্যাসিস্ট আমল থেকেই ছিল। দুঃখজনকভাবে অন্তর্বর্তী সরকারের দুর্বলতার সুযোগে সেই পুরনো ইসলামবিরোধী অ্যাজেন্ডাগুলো বাস্তবায়নে নেমেছে রাষ্ট্রীয় পর্যায়ে চেপে বসা পাশ্চাত্যের উচ্ছিষ্টভোগী কিছু সুশীল এনজিওকর্মী।

হেফাজতে ইসলামের শীর্ষ দুই নেতা আরও বলেন, সকল ইসলামী দলের পক্ষ থেকে প্রাথমিক শিক্ষায় ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি অনেক পুরনো। সেটি উপেক্ষা করে উল্টো সঙ্গীত শিক্ষক নিয়োগের বিধিমালা একটি নিশ্চিত ইসলামবিরোধী পদক্ষেপ। তাছাড়া বাংলা, অংক ও ইংরেজির মতো মৌলিক শিক্ষায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এতটাই দুর্বল যে, অনেক অভিভাবক এখন স্কুল থেকে মুখ ফিরিয়ে তাদের সন্তানদের মাদ্রাসায় ভর্তি করাচ্ছেন। এ নিয়ে কিছু সেক্যুলার মিডিয়ার হা-হুতাশও আমরা দেখেছি। সরকারের উচিত, প্রাথমিক স্তরে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ মৌলিক শিক্ষার মান বাড়াতে সংশ্লিষ্ট দক্ষ ও যোগ্য শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যবস্থা করা।

নেতৃবৃন্দ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে অগণিত মাদ্রাসা শিক্ষার্থী ও আলেম শহীদ হয়েছেন। ধর্মীয় শিক্ষক নিয়োগের বিধিমালা করা হলে মাদ্রাসা শিক্ষিতদের কর্মসংস্থান ঘটবে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, ইসলামী মূল্যবোধ ও রাসূল সা.-এর সম্মান রক্ষায় যারা জীবন দেয়, তাদের অবদানের প্রতি শ্রদ্ধাস্বরূপ কিছু করণীয় অবশ্যই সরকারের রয়েছে। আমরা আশা করি, সঙ্গীত শিক্ষকের পরিবর্তে সরকার অতিসত্বর প্রাথমিক স্তরে ধর্মীয় শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা করবে। আমরা চাই না আলেম-ওলামার সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হোক।

ইএ/টিকে

Share this news on:

সর্বশেষ

img
ভোটারদের থেকে ভালো সাড়া পাচ্ছি, জয়ের ব্যাপারে আশাবাদী : ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা Sep 09, 2025
img
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিনকে এক বছরের কারাদণ্ডের নির্দেশ আদালতের Sep 09, 2025
img
যেভাবে ক্যান্সার থেকে বেঁচে ফিরেছেন সঞ্জয় Sep 09, 2025
img
সব ভোটকেন্দ্রে পর্যাপ্ত পোলিং এজেন্ট ঢুকতে দেওয়া হয়নি : ছাত্রদল সভাপতি Sep 09, 2025
img
জয়ের ব্যাপারে আশাবাদী শামীম Sep 09, 2025
img
মাজারে হামলার ঘটনায় নিহত রাসেলের পরিবারের মামলা, আসামি ৪ হাজার Sep 09, 2025
img
জুলাইয়ের আকাঙ্ক্ষাই এই নির্বাচনে জয়ী হবে : সাদিক কায়েম Sep 09, 2025
img
সংযুক্ত আরব আমিরাতে আজ থেকে শুরু এশিয়া কাপ Sep 09, 2025
img
ভোটার লাইনে প্রার্থীদের প্রচারণা, বিরক্ত ভোটাররা Sep 09, 2025
img
আচরণবিধি ভঙ্গ করছে ছাত্রদল, প্রশাসন নীরব: এস এম ফরহাদ Sep 09, 2025
img
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে অমর একুশে হলের এজিএস প্রার্থী অর্ক Sep 09, 2025
ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ করলেন সাদিক কায়েম Sep 09, 2025
ডাকসুতে বুথ বসিয়ে ছাত্রদলের লিফলেট দেয়ার অভিযোগ Sep 09, 2025
img
টেন হ্যাগের জায়গায় ডেনিশ কোচ হিউলমান্দকে নিয়োগ লেভারকুসেনর Sep 09, 2025
img
যে ধরনের প্রস্তাব পাই সেটা মনের মতো হয় না : ববি Sep 09, 2025
img
ভোটটা উদযাপন করতে চাই : ছাত্রদলের ভিপিপ্রার্থী আবিদুল Sep 09, 2025
img
পাকিস্তানে আরব সাগরের তলদেশে প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুতের সন্ধান Sep 09, 2025
img
নিয়ম ভেঙে ভোটকেন্দ্রে ঢুকলেন ছাত্রদল প্যানেলের ভিপি পদপ্রার্থী আবিদুল Sep 09, 2025
img
সিরিয়ার বিমান ঘাঁটিতে হামলা চালাল ইসরাইল, পররাষ্ট্র মন্ত্রণালয়ের তীব্র নিন্দা Sep 09, 2025
img
ভোটকেন্দ্রে ভুয়া বুথ বসানোর অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে Sep 09, 2025