ফরিদপুরে সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

সংসদীয় আসন পুনর্বিন্যাসে ফরিদপুর-৪ (ভাঙ্গা-চরভদ্রাসন-সদরপুর) আসন থেকে ভাঙ্গার দুটি ইউনিয়ন বিচ্ছিন্ন করার প্রতিবাদে দিনভর উত্তাল হয়ে ওঠে ভাঙ্গা উপজেলা। এতে কার্যত ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের ২১ জেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের আশ্বাসে আগামী রোববার পর্যন্ত অবরোধ প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার (০৫ সেপ্টেম্বর) ভাঙ্গা উপজেলার দুটি মহাসড়কের ১০ টি এলাকায় ও ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ইন্টারচেঞ্জ (ভাঙ্গা গোলচত্বর) অবরোধ করা হয়। তীব্র ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের।

জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত ৪৬টি সংসদীয় আসনে পরিবর্তন এনে গেজেট প্রকাশ করা হয়েছে। গেজেট অনুযায়ী ফরিদপুরের দুটি সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণ করা হয়েছে। এগুলো হচ্ছে ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-৪ এর অন্তর্গত ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন পাশের নগরকান্দা উপজেলার সঙ্গে অর্থাৎ ফরিদপুর-২ সংসদীয় আসনের সাথে জুড়ে দেওয়া হয়েছে। এরপরেই ক্ষোভে ফুঁসে ওঠে স্থানীয়রা।

সকাল ৮ টা থেকে শুরু হয়ে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের ১০ টি এলাকায় অবরোধ করেন স্থানীয়রা। এ সময় সড়কের ওপর গাছ ফেলে, টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করে রাখে। এরমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের পুখুরিয়া বাসস্ট্যান্ড, ঢাকা-খুলনা মহাসড়কের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় সড়কে গাছের গুড়ি ও আগুন জ্বালিয়ে সড়কে অবস্থান করে বিক্ষোভ সমাবেশ করেন। ঘটনাস্থলে স্থানীয় প্রশাসন ছুটে গিয়ে আশ্বত্ব করলেও দাবি আদায়ে সড়ক ছাড়তে অনড় থাকে অবরোধকারীরা।

পরে বিকেল ৪ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা ইন্টারচেঞ্জ (ভাঙ্গা গোলচত্বর) ব্লকেড করে রাখে বিক্ষোভকারীরা। এতে আলগী ও হামিরদী ইউনিয়নবাসীসহ ফরিদপুর-৪ (ভাঙ্গা-চরভদ্রাসন ও সদরপুর) আসনের জনগণ গোলচত্ত্বর এলাকায় অবস্থান নিতে শুরু করে। এক পর্যায়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়।

ফলে রাজধানী ঢাকার সাথে দক্ষিণবঙ্গ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এসবের ফলে দিনব্যাপী দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাকগুলো আটকে পড়ে এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে পুনরায় স্থানীয় প্রশাসন আশ্বস্ত করলে অবরোধ তুলে নেয়া হয় এবং আগামী রোববার পর্যন্ত তিনদিনের সময় বেঁধে দেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভে অংশগ্রহণ করেন কৃষকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী শহিদুল ইসলাম বাবুল। এ সময় তিনি দুটি ইউনিয়ন পুনরায় ফিরিয়ে দিতে এবং আরেকটি স্বতন্ত্র আসন করার দাবি করেন।

তিনি বলেন, ‘ফরিদপুর-৫ আসন ফিরিয়ে দেয়ার জন্য আমরা নির্বাচন কমিশনকে বলেছিলাম। কিন্তু তারা সেটা না করে দুটি ইউনিয়ন কেটে গুজামিল দিয়েছে, ভাঙ্গাবাসী এটা প্রত্যাখান করেছে। এজন্য আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাব এবং আগামী রোববার উচ্চ আদালতে আপিল করব।’

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান বলেন, ‘বিষয়টি মৌখিকভাবে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। এলাকাবাসী একটি স্মারকলিপি দেয়ার কথা জানিয়েছে, স্মারকলিপি হাতে পেলে পাঠিয়ে দেয়া হবে এবং আশা করি সোমবারের মধ্যে সমাধান হবে। বর্তমান পরিস্থিতি ও যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
জুলাই ঐক্যের ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি বিকেলে Dec 17, 2025
img
বিরতির পর সাহসী চরিত্রে প্রত্যাবর্তন অভিনেত্রী রুকমার! Dec 17, 2025
img
বিজয় দিবসের অনুষ্ঠানে প্রাণ হারাল বিএনপি নেতা Dec 17, 2025
img
আচরণবিধি ভঙ্গ করে নেতাকর্মীদের শোডাউন, বিএনপির প্রার্থীকে শোকজ Dec 17, 2025
img
রণংদেহি মিতিনে ফিরলেন কোয়েল মল্লিক! Dec 17, 2025
img
অ্যাওয়ার্ড পেলেই কেউ সুপারস্টার হয়ে যায় না : শাকিল খান Dec 17, 2025
img
আমি অতি সাধারণ একজন মানুষ : রুমানা রশীদ Dec 17, 2025
img
পর্তুগালে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবস উদযাপন Dec 17, 2025
img
ভিডিও জগতে বড় ধরনের আপডেট আনল অ্যাডোবি Dec 17, 2025
img
১১ পেশায় যুক্ত হতে পারবেন না এমপিও শিক্ষকরা Dec 17, 2025
img
বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে সারায়েভো, ৫ম অবস্থানে ঢাকা Dec 17, 2025
img
যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞায় আরও ৫ দেশ Dec 17, 2025
img

মানবতাবিরোধী অপরাধের মামলায়

সালমান-আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে শুনানি আজ Dec 17, 2025
img
আজ শুষ্ক থাকবে ঢাকার আবহাওয়া Dec 17, 2025
img
নারীর আত্মনির্ভরতার পক্ষে সরব রচনা ব্যানার্জী Dec 17, 2025
img
মৌলভীবাজারে আ.লীগ নেতা ডা. হরিপদ রায় গ্রেপ্তার Dec 17, 2025
মুখে নয়, মাঠের খেলাটাই গুরুত্বপূর্ণ: মিরাজ Dec 17, 2025
img
একটি দামী জামার বদলে অনেক পোশাকেই স্বাচ্ছন্দ্য অভিনেত্রী তিতিক্ষার Dec 17, 2025
img
প্রবাসী আওয়ামী লীগের উপদেষ্টাসহ গ্রেপ্তার ৫ Dec 17, 2025
বিবিসির বিরুদ্ধে ১০০০ কোটি ডলার ক্ষতিপূরণের মামলা ট্রাম্পের Dec 17, 2025