চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে কাতারফেরত এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকালে বিমানবন্দর থেকে বের হওয়ার পথে তাকে গ্রেপ্তার করা হয়। তার নাম মো. আরজু (৩৩)। তিনি গত বছরের ৫ আগস্টের পর কাতারে পালিয়ে গিয়েছিলেন।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে আরজুর দেশে ফেরার খবর পায় পুলিশ। পরে তাকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় নগরের বিভিন্ন থানায় অন্তত ৭টি মামলা আছে। এ ছাড়া একাধিক মাদক মামলাও রয়েছে তার বিরুদ্ধে।
মো. আরজু হালিশহর থানার হাছান আলী মাজার এলাকার মো. সেলিম খানের ছেলে।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন বলেন, ‘আরজুর দেশে ফেরার খবর পেয়ে তাকে বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কাতার থেকে দেশে ফিরছিলেন। গত বছরের ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন আরজু। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
কেএন/টিকে