ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণার বাকি আর মাত্র একদিন। তাই ছুটির দিনেও প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা।
আজ শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকেই প্রতিটি আবাসিক হলের সামনে লিফলেট নিয়ে হাজির বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা। দেন নানা প্রতিশ্রুতি। শিক্ষার্থীদের কাছ থেকে সাড়া পাওয়ার কথাও জানান তারা।
হাজী মুহাম্মদ মুহসিন হলে প্রচারণায় আসেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। নারীদের সাইবার বুলিংসহ আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় কোনো ব্যবস্থা না নেয়ার অভিযোগ করেন তিনি। নির্বাচিত হলে সাম্প্রদায়িক সম্প্রীত নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন জোনে ভাগ করে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দেন আবিদ।
তিনি বলেন, ‘বছরের পর বছর ভোটাধিকার হরণের সংস্কৃতি থেকে ডাকসু নির্বাচনের মাধ্যমে বের হওয়ার সূচনা হবে। কোন সাম্প্রদায়িক বিভাজন নয়, বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা সবার সহাবস্থান একইভাবে নিশ্চিত করতে চাই।’
এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে প্রচারণা শুরু করেন ডাকসু ফর চেঞ্জ প্যানেলের ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লা। অপপ্রচার ও উপহার দেয়াসহ নানা কায়দায় আচরণবিধি লঙ্ঘন হচ্ছে জানিয়ে নানা জরিপের মাধ্যমে ফলাফল প্রভাবিত করার অভিযোগ করেন তিনি।
আর শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে প্রচারণায় আসেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা। নারীদের নিরুৎসাহিত করতেই হলের ভোট কেন্দ্র দূরে স্থাপন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তফসিল অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। আর আগামীকাল রোববার রাত ১২টা পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা।
পিএ/টিএ