চট্টগ্রামের হাটহাজারীতে মাদরাসাছাত্র ও সুন্নি আকিদার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় হাটহাজারী থানার ওসি আবু কাউসার মাহমুদকে প্রত্যাহার করা হয়েছে।
গতকাল রবিবার (৭ সেপ্টেম্বর) হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার ছাত্ররা ওসির অপসারণ দাবিতে মাদরাসা মাঠে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।
জানা যায়, গত শনিবারের (৬ সেপ্টেম্বর) ঘটনায় ওসি কাউসার মাহমুদ যথাযথ পদক্ষেপ নিতে না পারায় ছাত্ররা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে গতকাল রবিবার রাত ১১টার দিকে শিক্ষার্থীদের দাবির মুখে হাটহাজারী মডেল থানার ওসি আবু কাউসার মাহমুদকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়।
আজ সোমবার (৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজিজ। তিনি জানান, তার পরিবর্তে ওসি (তদন্ত) মোস্তাক আহম্মেদকে হাটহাজারী মডেল থানার দায়িত্ব দেওয়া হয়েছে।
ইউটি/টিএ