জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে রাজধানীর উত্তরা থেকে আন্তর্জাতিক মানব পাচার চক্রের মূল হোতা আমিনুল ইসলাম (৪৬) ও তার চার সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব-২। রোববার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে হাজারীবাগ থানা পুলিশের সহযোগিতায় উত্তরা পশ্চিম থানাধীন ১১ নম্বর সেক্টরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার অন্য ব্যক্তিরা হলেন: আব্দুল হাকিম (৫৬), মো. নূর ইসলাম (৩১), আসাদুজ্জামান (৩৫) ও মো. শাহরিয়ার শেখ মুরাদ (৪২)।
র্যাব জানায়, আমিনুল-আব্দুল্লাহ চক্র দীর্ঘদিন ধরে ভিসা ও পাসপোর্ট জালিয়াতির মাধ্যমে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে বাংলাদেশের সাধারণ মানুষ, বিশেষ করে বেকার যুবকদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছিল। জনপ্রতি ২০ থেকে ২৫ লাখ টাকা নিয়ে প্রথমে মিশর, তারপর লিবিয়া হয়ে অবৈধ ও ঝুঁকিপূর্ণ নৌপথে ইউরোপে পাঠানোর চেষ্টা করত তারা।
র্যাব আরও জানায়, আমিনুল ইসলাম এক ভুক্তভোগী জাহিদ হোসেনকে ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে ২০ লাখ টাকা নেন। পরবর্তী সময়ে তাকে সৌদি আরব হয়ে মিশরে পাঠানো হয় এবং সেখানে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা জিম্মি করে মুক্তিপণ দাবি করেন। এ ঘটনায় ভিকটিমের ভাই হাজারীবাগ থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইন-২০১২ এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা করেন। অভিযানে গ্রেফতার ব্যক্তিদের হেফাজত থেকে ৯টি পাসপোর্ট, ১০টি স্মার্টফোন, একটি বাটন ফোন এবং মানব পাচারের মাধ্যমে অর্জিত নগদ ১ কোটি ৫৬ লাখ ২৬ হাজার টাকা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই-বাছাই চলছে এবং তাদের সহযোগী অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এসএস/এসএন