শাহবাগে শিবিরের উচ্ছ্বাস, চলছে বিজয় উদযাপনের প্রস্তুতি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা চলছে। ইতোমধ্যে প্রাপ্ত ফলাফলে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে বিপুল ভোটে এগিয়ে আছেন।

একই জোটের সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদেও এগিয়ে আছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম ফরহাদ ও মহিউদ্দিন খান।

ফলাফল ঘোষিত হলগুলো হলো- শামসুন্নাহার হল, মুহসীন হল, এফ রহমান হল, রোকেয়া হল, এসএম হল, জহুরুল হক হল, জগন্নাথ হল, শহীদুল্লাহ হল, কার্জন হল, ফজলুল হক মুসলিম হল, অমর একুশে হল ও সুফিয়া কামাল হল।

ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থীদের এমন ফলাফল ঘিরে শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখে সংগঠনটির সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে। তারা বিজয় মিছিলের প্রস্তুতি নিচ্ছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ৩টার দিকে সরেজমিনে দেখা গেছে, শাহবাগে জামায়াতে ইসলামীর কর্মী ও শিবির সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ও আনন্দ বিরাজ করছে। তারা ফলাফলের তথ্য পেয়ে ‘শিবির-শিবির’ স্লোগান ও ‘সাদিক-ফরহাদ’ স্লোগান দিচ্ছেন।

যদিও ফল ঘোষণা শুরুর পরেই তা প্রত্যাখ্যান করেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। মঙ্গলবার রাত আড়াইটার দিকে নিজের ফেসবুকে এক পোস্টে তিনি লেখেন, ‘পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম।’

মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ক্যাম্পাসের আটটি কেন্দ্রের ৮১০টি বুথে বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়। এ সময় আচরণ বিধিলঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ আসে চারটি প্যানেলের তরফে। ছাত্রশিবির সমর্থিত প্যানেলের দুই প্রার্থীর ব্যালটে আগে থেকে টিক দিয়ে রাখার অভিযোগে প্রশাসনের বিরুদ্ধে টিএসসিতে বিক্ষোভও করে ছাত্রদল।

রাতে ভোট গণনা চলাকালে খালি ব্যালটবক্স ভরে ফেলার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের সামনেও ছাত্রদলের বিক্ষোভ খবর পাওয়া যায়। এরই মধ্যে খবর আসে, বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলোতে লোকজনের জমায়েত ঘটাচ্ছে জামায়াতে ইসলামীর কর্মী ও শিবির সমর্থকেরা।

সেখানে উপস্থিত শিবিরকর্মী আরমান বলেন, দীর্ঘদিন ধরে আমরা নির্যাতিত-নিপীড়িত হয়েছি। ঢাবির হলে হলে আমরা নির্যাতনের শিকার হয়েছি। কোনোভাবে হলে অবস্থান করতে পারিনি। এই বিজয় ঢাবির সব ছাত্র-সমাজের, এই বিজয় বাংলাদেশপন্থিদের।

যদিও এর আগে ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার আগমুহূর্তে নেতাকর্মীদের জন্য কড়া নির্দেশনা দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য মুহাম্মদ দেলোয়ার হোসেন।

দিবাগত রাতে রাজধানীর শাহবাগ এলাকায় অবস্থানরত নেতাকর্মীদের উদ্দেশ্যে দেলোয়ার হোসেন নির্দেশনা দেন, ‘ফলাফল যাই হোক, বিজয়ী হলেও কোনো ধরনের শ্লোগান বা মিছিল করা যাবে না।’

তিনি নেতাকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে আরও বলেন, ‘আপনারা এখন পর্যন্ত এখানে সহবস্থান করেছেন, শান্তিপূর্ণ অবস্থান করেছেন। ইনশাল্লাহ বিজয় আমাদের হবে। তবে, বিজয়ী হলেও মিছিল করা যাবে না, শ্লোগানও দেওয়া যাবে না। আমাদের কেন্দ্রীয় নির্দেশনা খুব স্পষ্ট।’  

 পিএ/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
ওয়াশিংটন স্পাই মিউজিয়ামে জায়গা পেল ‘এক থা টাইগার’ Sep 10, 2025
img
যে মতেরই হোক না, সবাই একসঙ্গে কাজ করবো: সাদিক কায়েম Sep 10, 2025
img
১০ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে বহুল আলোচিত গান ‘পানওয়াড়ি’ Sep 10, 2025
img
মিছিল নয়, সিজদার মাধ্যমে শুকরিয়া আদায় করবো : শিবির সভাপতি Sep 10, 2025
img
ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের প্রতিবাদে আজও মহাসড়ক অবরোধ Sep 10, 2025
শিশুর প্রতি বাবা মায়ের ৫টি দায়িত্ব | ইসলামিক জ্ঞান Sep 10, 2025
img
বিশ্বে বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাসে উন্নতি! Sep 10, 2025
img
এনসিএলের শুরু থেকেই থাকছেন না তোফায়েল Sep 10, 2025
img
আবারও ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী আভেরী! Sep 10, 2025
img

সিনেট ভবনে আবেগঘন মুহূর্ত

ফল ঘোষণা হতেই সাদিক কায়েমকে জড়িয়ে ধরলেন শিবির সভাপতি Sep 10, 2025
img
এসএ২০ লিগে প্রথমবারের মতো ডাক পেলেন তাইজুল ইসলাম Sep 10, 2025
img
বিজয় মিছিল না করার আহ্বান শিবির সভাপতির Sep 10, 2025
img
আজ থেকে সর্বোচ্চ দামে বিক্রি হবে সোনা Sep 10, 2025
img
সহধর্মিণীর চিকিৎসায় সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল Sep 10, 2025
img
ছাত্রশিবিরের ‘বেঈমানি’ ইতিহাসে লেখা থাকবে: উমামা Sep 10, 2025
img
কাতারে হামলায় ক্ষুব্ধ ট্রাম্প Sep 10, 2025
img
কাতারে ইসরায়েলের হামলায় নিহত ৬, হাইকমান্ড অক্ষত : ফিলিস্তিনি গোষ্ঠী Sep 10, 2025
img

স্বতন্ত্র প্রার্থী হয়েও

বিপুল ভোটে বিজয়ী জুলাই আন্দোলনের আলোচিত মুখ তন্বি Sep 10, 2025
img
বিশ্বকাপ নিশ্চিত করার সুযোগ হাতছাড়া মিশরের! Sep 10, 2025
আল্লাহর নিয়ামত যেভাবে অনুভব করবেন | ইসলামিক টিপস Sep 10, 2025