বরিশালে ৯০ লাখ টাকার কারেন্ট জাল জব্দ, দুই জেলের এক বছর কারাদণ্ড

বরিশাল জেলার হিজলা উপজেলার নৌ পুলিশের অভিযানে প্রায় কোটি টাকা মূল্যের প্রায় তিন লাখ মিটার কারেন্ট জাল জব্দ ও ট্রলার মালিকসহ আট জেলেকে আটক করা হয়েছে।

আটককৃতদের দুই জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছর করে কারাদণ্ড ও অন্যান্যদের নগদ অর্থ জরিমানা করা হয়েছে। মা ইলিশ রক্ষার ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় তাদের এই শাস্তি দেয়া হয়।

শুক্রবার হিজলা নৌ পুলিশের ওসি শেখ বেল্লাল হোসেন জানান, মা ইলিশ আহরনের জন্য ট্রলারে করে যাওয়ার সময় বৃহস্পতিবার মেঘনার শাখা নদী বাউসিয়া পয়েন্ট থেকে তিন বস্তা জাল ও ট্রলারের মালিকসহ আট জেলেকে আটক করা হয়। এসময় ট্রলার থেকে প্রায় তিন লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৯০ লাখ টাকা।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম জাল ব্যবসায়ী ইউসুফকে এক বছর দুই মাস, ট্রলার মালিক আব্দুল জব্বারকে এক বছরের কারাদণ্ড এবং তাদের সহযোগী শাওন, বেল্লাল, মিলন, শাহাদাত, আসিফুল হুদা ও জাহিদুল ইসলামকে পাঁচ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করেন। দণ্ডপ্রাপ্তরা সবাই মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ মাদানবুনিয়া গ্রামের বাসিন্দা।

 

টাইমস/এসআই

Share this news on: