ঢালিউড অভিনেত্রী মিষ্টি জান্নাত মাঝে মধ্যেই নেটিজেনদের মাঝে আলোচনায় থাকেন। এবার সামাজিক মাধ্যমে নেটিজেনদের আলোচনার খরাক হলেন অভিনেত্রী অপু বিশ্বাসের এক মন্তব্য করে।
এর আগে মিষ্টি জান্নাতের সঙ্গে অপু বিশ্বাসের সাবেক স্বামী শাকিব খানকে জড়িয়ে একাধিকবার সংবাদের শিরোনাম হয়েছিলেন। এবার অপু বিশ্বাসকে নিয়ে কথা বললেন অভিনেত্রী। অপু নাকি দেখতে দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়ার মতো বলে মনে করেন মিষ্টি জান্নাত।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে সামাজিক মাধ্যমে নিজের ফেসবুকে অপু বিশ্বাসের মন্তব্য নিয়ে তৈরি একটি ফটোকার্ড শেয়ার করেন মিষ্টি জান্নাত। সেখানে তিনি লেখেন, অপু বিশ্বাস দিদি, তুমি দেখতে তামান্না ভাটিয়ার মতো।
এরপর থেকেই সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনায় মেতে উঠেছেন নেটিজেনরা। অনেকেই মিষ্টি জান্নাতের সঙ্গে সহমত পোষণ করে মন্তব্য করেছেন। আবার অনেকেই ঠাট্টা করেছেন।
এর আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী অপু বিশ্বাস জানিয়েছিলেন, ভক্তরা প্রায়ই তার চেহারার মিল খুঁজে পান বলিউড ও দক্ষিণী নায়িকাদের সঙ্গে। তিনি বলেন, ভক্তরা তিনজন নায়িকার সঙ্গে আমার চেহারার মিল খুঁজে পান, মেকআপ ছাড়া দেখলে তামান্না ভাটিয়ার সঙ্গে তুলনা করেন।
আবার শুকিয়ে গেলে কিয়ারা আদভানি মনে করেন। অনেক সময় সারা আলি খানের সঙ্গেও মিল খুঁজে পান।
উল্লেখ্য, মিষ্টি জান্নাতের লাভ স্টেশন সিনেমার মাধ্যমে অভিষেক হয়। তার অভিনীত অন্যান্য সিনেমা হলো চিনি বিবি, তুই আমার, আমি নেতা হবো । ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় সিনেমা তুই আমার রানি দিয়ে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন অভিনেত্রী। এ ছাড়া মিষ্টি জান্নাত ভোজপুরি চলচ্চিত্র রংবাজ খিলাড়িতে অভিনয় করেছেন।
এমআর