বিশ্বখ্যাত গায়ক এড শিরান আবারও আলোচনায় ভারতকে ঘিরে। সম্প্রতি এক ইউটিউব ভিডিওতে তিনি নিজের ভারত ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে হঠাৎই উঠে আসে শাহরুখ খানের কিংবদন্তি সিনেমা ওম শান্তি ওম-এর প্রসঙ্গ। মজার ব্যাপার হলো, সিনেমাটি দেখে এড শিরান সেটিকে তুলনা করেছেন হলিউডের সুপারহিট সিরিজ স্টার ওয়ার্স-এর সঙ্গে। তিনি নিজেই বলেছেন, তুলনাটা একটু অদ্ভুত শোনাতে পারে, কিন্তু তার কাছে ওম শান্তি ওম-এর বিশাল কাহিনি, ফ্যান্টাসি মিশ্রিত নাটকীয়তা এবং সিনেমাটিক আকার-আকৃতি তাকে মনে করিয়ে দিয়েছে স্টার ওয়ার্স-এর জগতকে।
ভারতীয় সিনেমা ও সংস্কৃতির প্রতি এড শিরানের ভালোবাসা নতুন কিছু নয়। এর আগেও তিনি ভারতের সংগীতশিল্পী অরিজিৎ সিং, দিলজিৎ দোসাঞ্জ ও শাহরুখ খানের সঙ্গে বিভিন্নভাবে কাজ করেছেন এবং প্রকাশ্যে জানিয়েছেন তাদের প্রতি তার মুগ্ধতা। এবার তার এই নতুন তুলনা ভক্তদের কাছে রসিকতার মতোই মনে হলেও একই সঙ্গে আনন্দও দিয়েছে। কারণ এতে একদিকে যেমন বলিউডের সিনেমাকে জায়গা দেওয়া হলো হলিউডের সর্বাধিক জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির কাতারে, অন্যদিকে এড শিরানের ভারতপ্রেমও আবার প্রকাশ পেল।
বর্তমানে টানা সফর আর নানা সাক্ষাৎকারে এড শিরান প্রায়ই ভারত ও এর সংগীত, সিনেমা ও সংস্কৃতিকে নিয়ে প্রশংসা করেন। তার কথায়, ভারতে তিনি সবসময় পান ভিন্ন এক অনুভূতি। হয়তো এই কারণেই বিশ্বজুড়ে তার অগণিত ভক্তের মধ্যে ভারতের ভক্তরা তাকে নিজেদের আপনজন হিসেবেই মনে করেন।
এমকে/এসএন