পশ্চিমবঙ্গের রাজনীতিতে তারকা ও রাজনীতির যোগ নতুন কিছু নয়। কিন্তু এবার সেই যোগসূত্রে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন অভিনেত্রী সোহিনী সরকার। দেব অভিনীত নতুন ছবি ‘রঘু ডাকাত’-এর প্রচারে দিনরাত ব্যস্ত সোহিনীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ কটাক্ষ করেছেন।
‘রঘু ডাকাত’-এর প্রচারে দেব, ইধিকা, অনির্বাণসহ পুরো টিম রাজ্যের নানা প্রান্তে ঘুরছেন। প্রচারের মঞ্চে সোহিনীর উপস্থিতি ও অংশগ্রহণ আলাদা মাত্রা যোগ করেছে। তবে এই মুহূর্তটি ধরে কুণাল ঘোষ টেনে আনলেন এক বছরের পুরনো ঘটনা।
আর জি কর হাসপাতালের আন্দোলনের সময় সোহিনীর একটি মন্তব্য ব্যাপক বিতর্ক তৈরি করেছিল। তখন তিনি বলেছিলেন, ‘‘বাংলায় সন্তানের জন্ম দেওয়ার কথা ভাবা যায় না।’’ সেই বক্তব্য ঘিরে তাকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল।
এবার সেই প্রসঙ্গই আবার সামনে আনলেন কুণাল ঘোষ। সোহিনীর প্রচারের একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘‘বাংলায় সন্তানের জন্ম দেওয়ার কথা ভাবা যায় না! কিন্তু নতুন সিনেমার জন্ম দেওয়া যায়। আর তৃণমূল কংগ্রেসের যুব নেতার আয়োজনে তার প্রমোশনে গিয়ে লম্ফঝম্ফও করা যায়।’’
কুণাল ঘোষের এই মন্তব্য ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় নতুন করে বিতর্ক। অনেকেই এটিকে সোহিনীর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ বলে সমালোচনা করেছেন। অন্যদিকে কেউ কেউ বলছেন, রাজনীতিক ও শিল্পীদের মধ্যে এই ধরণের বাকযুদ্ধ নতুন নয়।
যদিও এ বিষয়ে এখনো সোহিনী বা ‘রঘু ডাকাত’ ছবির টিমের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবুও কুণাল ঘোষের মন্তব্যে রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে বিনোদন মহল পর্যন্ত তোলপাড় পড়ে গেছে।
ইকে/এসএন